পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈজ্ঞানিক জীবনী هو يخ ঘোরাতে লগ্ন প্রমুখ জ্যোতিষীদের সকল আপত্তির খণ্ডন হইয়াছে। এই ভূভ্রমণবাদ ভিন্ন আর্যভট্ট আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতির্ষিক বিষয়ে মত প্রচার করিয়া গিয়াছেন। নক্ষত্রগণের দীপ্তির বিষয়ে লিখিয়া গিয়াছেন যে গোলাকার পৃথিবী, গ্রহ ও নক্ষত্রবর্গ স্বর্ঘ্যের দ্বারা আলোকিত হয় ; তাদের যে অৰ্দ্ধাংশ স্বৰ্য্যের দিকে থাকে সেই অংশ দীপ্তি পায়, বাকি অৰ্দ্ধাংশ নিজের ছায়ায় অন্ধকারাবৃত। বৈদিক ঋষিগণও জানিতেন যে চন্দ্র সুর্য্যতেজে দীপ্তিশালী। গ্রন্থগণের কক্ষ ( orbit) সম্বন্ধে আৰ্য্যভট্ট লিথিয়৷ গিয়াছেন যে শনি ( saturn ), বৃহস্পতি ( jupiter ), মঙ্গল ( mars), xốI, SEF (ventis), q‘i (mercury) s EÚMH কক্ষ পর পর অবস্থিত ও সকলের অধোভাগে পৃথিবীর কক্ষ। ইহাতে জানা যাইতেছে যে আর্য্যভট্ট জানিতেন না যে স্বৰ্য্যের চারিদিকে পৃথিবী ও অপরাপর গ্ৰহগণ ঘুরিতেছে। আৰ্য্যভট্ট গ্রহণের ( eclipse ) প্রকৃত কারণ জানিতেন বলিয়া মনে হয়। বরাহ আৰ্য্যভট্টের কিছু পরে বর্তমান ছিলেন। তিনি গ্রহণের প্রকৃত আধুনিক কারণ সবিস্তারে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন এবং গ্রহণ সম্বন্ধে পৌরাণিক কল্পনাকে খণ্ডন করিয়াছেন। আৰ্য্যভট্ট কেরল জ্যোতিষীই ছিলেন না, তিনি একজন প্রগাঢ় অঙ্কশাস্ত্রবিৎ পণ্ডিতও ছিলেন। তিনি পাটীগণিত, বীজগণিত (Algebra ) is foot-iffs (Trigonometry) To অনেক মৌলিক গবেষণার ফল প্রকাশিত করিয়া গিয়াছেন।