পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্যভট্ট ప్ర్రలి . বীজগণিত (Algebra) আর্যভট্ট প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক বীজগণিতপ্রণেতা। তিনি অনেকগুলি বীজগণিত সম্বন্ধীয় নুতন আবিষ্কার লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। প্রাচীন ইউরোপে ডাইওফেন্টস বীজগণিতের প্রাচীন রচয়িতা বলিয়া প্রসিদ্ধ। র্তাহার আবির্ভাবকাল ঠিক জানা নাই—সম্ভবতঃ চতুর্থ খৃষ্টাব্দে তিনি বর্তমান ছিলেন । তিনি এলেক্‌জেন্দ্রিয়াবাসী ছিলেন এবং সম্ভবতঃ গ্ৰীক ছিলেন না। র্তাহার গ্রন্থ অনেকদিন বিলুপ্তপ্রায় হইয়া গিয়াছিল এবং প্রায় ৯৬০ খৃষ্টাব্দে ডাইওফেন্‌টাসের বীজগণিত আরবী ভাষায় ভাষান্তরিত হয়। ডাইওফেনটাসের গ্রন্থ আর্য্যভট্টের সময় বা তাহার অনেক পর পর্য্যন্ত ভারতবর্ষে অজ্ঞাত ছিল এবং সেইজন্ত আর্য্যভট্টকে আমরা বীজগণিতের একজন মৌলিক আবিষ্কৰ্ত্ত বলিয়া স্বীকার করিতে পারি। কোলব্রুক প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতগণ আরবীয় ইতিহাস আলোচনা করিয়া দেখাইয়াছেন যে, বোগদাদের আল মামুন, হারুণ আল রসিদ, আল মামুদ, এবং আল মতাদেদ এই চারিজন বাদসাহের আমলে প্রায় ১৫০ বৎসর ধরিয়া ( ৭৫৪ হইতে ৯০৪ খৃষ্টাব্দ ) প্রাচীন নানাবিধ সংস্কৃত গ্রন্থ আরবী ভাষায় অনুদিত হয়। এই সময়ে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত প্রভৃতি ভারতীয় জ্যোতিষীগণের গ্রন্থও আরবী ভাষায় অনুদিত এবং পঠিত হয়। ৭৭৩ খৃষ্টাব্দে বাদশাহ আল মানমুরের সময় ভারতীয় জ্যোতিষীগণ বাদসাহের দরবারে আহুত হইয়াছিলেন। এইরূপে আৰ্য্যভট্ট, ব্রহ্মগুপ্ত প্রভৃতি ভারতীয়