পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুশ্রুত ن( নাম শামিত্র অগ্নি।” ( ১ } এইরূপে পশুর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের জ্ঞান হষ্টতে পরবর্তীকালের শারীরবিদ্যার উৎপত্তি সম্ভব হুইয়াছে। বেদের ব্রাহ্মণগ্রন্থ ও শ্রোতস্বত্র রচনাকালে এই সকল যজ্ঞের যেমন লিস্তুতি সাধিত ইষ্টয়াছে, নিচন্ত পঞ্চর অঙ্গ প্রত্যঙ্গের বিভাগ তেমনষ্ট আরও স্তন্ম হইতে সূক্ষ্মতর হইয়া আসিয়াছে। বেদোক্ত পশুর তল্প প্রতাঙ্গের জ্ঞান হইতে আয়ুৰ্ব্বেদীয় অঙ্গবিনিশ্চয়লিষ্ঠার te গুঙ্গীত চষ্টয়াছে । মুশ্রতের আবির্ভাবকাল। মুশ্রুত স্বর্গবৈদ্য ধন্যন্তরির অবতার কাশীরাজ দিবোদাসের দ্বাদশ শিৰ্য্যের অন্যতম। সুশ্ৰুত, উপধেনব, বৈতরণ, ওরন্দ্র, পোঁদলাবত, করবীৰ্য্য, গৈাপুররক্ষিত, নির্মি, কাঙ্কায়ন, গার্গ ও গালব-এই দ্বাদশ জন কাশীরাজের শিস্য ছিলেন। ইহাদের অনেকেই নিজ নিজ নামে ভিন্ন ভিন্ন শলাতন্ত্র লিখিয়া গিয়াছিলেন। সেগুলি এখন লুপ্ত চহীয়া গিয়াছে। কেবল মুশ্রীতসংহিতাই প্রচলিত আছে। কিন্তু এককালে সে এই সকল শল্যতন্ত্র প্রচলিত ছিল তাহার প্রমাণ বিদ্যমান আছে। টীকাকার শিবদাস চক্রদত্ত সংগ্রহের টীকায় গোপুররক্ষিত ও বৈতরণ কর্তৃক লিখিত শলাতন্ত্র ১) লীযুক্ত রামেন্দ্রম্বন্দর ত্ৰিবেদী লিখিত "শরীরবিজ্ঞান পরিভাষা" প্রবন্ধ-সাহিত্য-পরিষৎ-পত্রিক, সপ্তদশ ভাগ, চতুর্থ সংখ্য, ১৩১৮,২০৫। এই প্রবন্ধে রামেন্দ্র বাবু ঐতরেয় ব্রাহ্মণ, মাধ্যদ্ধিন বাজসনেয়ী সংহিতা, কাত্যায়ন শ্ৰেীতসূত্র ও আপস্তম্ভ শ্রেীক্তসূত্র হইতে পশুযুক্সে নিহত পশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৈদিক পরিভাষা সঙ্কলন করিয়াছেন।