পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ङ्गहेन 3ళిసి বিখ্যাত কেম্বি জ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ক্ৰাইষ্ট চার্চ কলেজে ভৰ্ত্তি হন। এই স্থানে স্বপ্রসিদ্ধ অধ্যাপক হেন্সলোর সহিত ঘনিষ্ঠ বন্ধুত্বে আবদ্ধ হওয়ায় তাহার জীবনের গতি সম্পূর্ণভাবে অন্য দিকে পরিচালিত হইয়া যায়। অধ্যাপক হেন্সলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান, পরে খনিজ বিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। তিনি প্রগাঢ় পণ্ডিত ছিলেন, এবং ছাত্রদিগের সহিত খুব ঘনিষ্টভালে মিশিতে পারিতেন। সেইজন্য ছাত্রদিগের মনের উপর তাহার প্রভূত ক্ষমতা ছিল। ডারুইন হেন্সলোর প্রিয়পাত্র হইলেন, এমন কি বেড়াইতে যাইবার সময়ও হেন্সলো তাহাকে সঙ্গে করিয়া বেড়াইতে লইয়া যাইতেন। সেইজন্য ডারুইনের সহপাঠিরা তাহাকে “হেন্সলোর সহচর” বলিয়া ঠাট্টা করিতেন। ডারুইনের মনে প্রাকৃতিক বিজ্ঞান পাঠের আগ্রহ জন্মাইয়া দিবার জন্ত অধ্যাপক হেন্সলোর নিকট সমস্ত জগৎ বিশেষ ভাবে ঋণী। র্তাহার সংসর্গ না পাইলে ডারুইন ডারুইন হষ্টতে পারিতেন কি না সন্দেহের বিষয়। ১৮৩১ সালে হেন্সলোর পরামর্শে ডারুইন ভূবিদ্যা পড়িতে আরম্ভ করেন এবং ভূবিদ্যা শিক্ষা করিবার জন্ত ঐ বৎসর আগষ্ট মাসে হেন্সলোর সহিত ওয়েলস্ প্রদেশে যাত্রা করেন। এই ভূবিদ্যা বিষয়ক পরিভ্রমণের অভিজ্ঞতা পরবর্তীকালে তাহার বিশেষ উপকারে লাগিয়াছিল। “বিগলু”এ সমুদ্র যাত্রা। তিনি শিকার বড় ভাল বাসিতেন। এক দিন শিকার হইতে গৃহে প্রত্যাগমন করিয়া অধ্যাপক হেন্সলোর একখানি