পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ዓ¢ বৈজ্ঞানিক জীবনী পত্র পাইলেন। এই পরে অধ্যাপক হেন্সলে তাহাকে । লিখিয়াছিলেন যে, “বিগ ল” নামক জাহাজ দক্ষিণ আমেরিকা সার্ভে করিতে যাইতেছে এবং জাহাজের অধ্যক্ষ কাপ্তেন ফিজরয় সঙ্গে লইবার জন্য একজন প্রাকৃতিক বিজ্ঞানে অভিজ্ঞ বৈজ্ঞানিকের অন্বেষণ করিতেছেন। তিনি ডারুইনকে এই কার্য্যের যোগ্য পাত্র বলিয়া মনে করেন এবং ডাক্লইনকে এই পদ গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করিতেছেন। ডারুইন এই পত্ৰখানি প্রাপ্ত হইয়া পৃথিবী ভ্রমণের এই স্বযোগ সাগ্রহে গ্রহণ করিতে ইচ্ছুক হইলেন, কিন্তু তাহার পিতা ইহাতে সম্মত হইলেন না। র্তাহার আপত্তির কারণ এই যে, সমুদ্রযাত্রা ডারুইনের ধৰ্ম্ম যাজকের পদোপযুক্ত পাঠের বিঘ্ন উপস্থিত করিবে। অবশেষে তাহার খুল্লতাহের সবিশেষ অনুরোধে তাহার পিতা সম্মতি প্রদান করিতে বাধ্য হন । পিতার সম্মতি পাইয়া ডারুইন ১৮৩১ সালে ২২এ ডিসেম্বর তারিখে বিগল জাহাজে সমুদ্রযাত্রা করেন। র্তাহার মাহিনীর কোনও বন্দোবস্ত ছিল না । কাপ্তেন সাহেবের ঘরেই তাহার বাসস্থান নির্দিষ্ট ছিল। এই সমুদ্রধাত্র ডারুইনের পরবত্তীকালের শিক্ষা ও সাধনার প্রধান সহায়ক হইয়াছিল। , , ইতিপূৰ্ব্বে স্বপ্রসিদ্ধ বৈজ্ঞানিক হবোণ্ট সাহেবের “আত্মজীবনী” পাঠ করিয়া দেশ ভ্রমণের ও প্রাকৃতিক বিজ্ঞানের চর্চা করিবার আগ্রহ তাহার মনে জাগিয়াছিল। পৃথিবী ভ্রমণের এই স্বৱিধাতে প্রাকৃতিক বিজ্ঞানের চর্চা করিবার ইচ্ছা ও সামর্থ্য র্তাহার সমধিক বৰ্দ্ধিত হইল। এই সময়কার তাহার চিঠি, পত্রে জানা যায় যে বিভিন্ন দেশের প্রাকৃতিক শোভা সন্দর্শনে তিনি মুগ্ধ ও আত্মবিস্তৃত ।