পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডারুইন , ➢ማ¥ হইয়া যাইতেন, নানা দেশের পশুপক্ষী, তরুবৃক্ষরাজি, মৃত্তিক প্রভৃতি পরীক্ষা করিয়া এতই আনন্দ লাভ করিতেন যে সময় সময় রাত্রিতে র্তাহার নিদ্রাই হইত না। তিনি বিগল এ যাখা করিবার পূৰ্ব্বে কোনও প্রাকৃতিক বিজ্ঞানে বিশেষজ্ঞ ছিলেন না। কিন্তু স্বভাবের নিকট শিক্ষা লাভ করিয়া পাচ বৎস পরে যখন দেশে ফিরিলেন তখন তিনি ভূবিদ্য, প্রাণিবিদ্য ও উদ্ভিদবিদ্যায় সম্পূর্ণ পারদর্শী। দক্ষিণ আমেরিকার বিবিধ জীবকঙ্কাল ( fossils ), গ্যালাপেগো দ্বীপের বিবিধ পক্ষী, সমুদ্রের মধ্যস্থিত প্রবালস্তুপ (coral rects) প্রভৃতি স্বচক্ষে দর্শন ও পরীক্ষার পর তাহার মনে ক্রমবিবর্তনবাদ (theory of evolution ) ক্রমশঃ সুস্পষ্টকারে প্রতীয়মান হইতেছিল । ১৮৩৬ সালে ৬ই অক্টোবর তারিখে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরিয়া আসিয়া ধৰ্ম্মযাজকের কার্য্য করিবার কল্পনা স্বতই ত্যক্ত হইল। আমেরিকা হইতে তিনি নানা প্রাণীর কঙ্কাল এবং খনিজ প্রভৃতি আনিয়াছিলেন, এখন এইগুলি শ্রেণীবিভাগ করিতে এবং তাহার অভিজ্ঞতা পুস্তকাকারে প্রকাশ করিতে ব্যস্ত হইলেন। সরকারি তহবিল হইতে এক হাজার পাউণ্ড (পনের হাজার টাকা ) প্রাপ্ত হইয়া অন্তান্ত বৈজ্ঞানিকগণের সহায়তায় গত সমুদ্রযাত্রার ফলস্বরূপ আহৃত প্রাণিবিদ্যা ও ভূবিদ্য বিষয়ক অভিজ্ঞতা পুস্তকাকারে প্রকাশিত করিতে লাগিলেন। ১৮৩৮ হইতে ১৮৪১ সাল পর্য্যন্ত তিনি "জিওলজিক্যাল সোসাইটির” সম্পাদকরূপে কাৰ্য্য করিয়াছিলেন। তাহার ভূবিদ্যা বিষয়ক অনেক প্রবন্ধ এই সভায় পঠিত হইয়াছিল। - ১৮৩৯ সালে ২১এ জানুয়ারী তিনি-বিবাহ করেন । বিবাহ