পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডারুইন ›ፃዋ ভিতর ফুড়িয়া যায় নাই। একপ্রকার সরীস্থপ আছে—তাহার চামড়ার ভিতর হইতে পিছনদিকে দুইট পা দেখা যায়, কিন্তু সে পা মাটিতে ঠেকিতে পারে না, সুতরাং কাজে লাগে না । এইরূপ অব্যবহার্য্য ইন্দ্রিরগুলি উহারা অন্যান্ত স্তন্যপায়ী জন্তুদিগের নিকট উত্তরাধিকারীস্থত্রে পাইয়াছে বলিয়াই বোধ হয়। ভk ভায়ার নামক একজন বৈজ্ঞানিক আর একটা আশ্চৰ্য্য তথ্যের উদঘাটন করিয়াছেন। চতুষ্পদ ( quadrupeds ) প্রভৃতি উচ্চশ্রেণীর জীবের ভ্রণ পুষ্ট হইবার আগে মৎস্ত সরীস্বপ প্রভৃতি নিম্নশ্রেণীর জীবের অপুষ্ট ক্রণের আকৃতির তুল্য। যদি প্রতেক জীব আলহিদা করিয়া হুঃ হইত তাহ হইলে কুকুর প্রথমে মৎস্ত, সরীস্বপ, পক্ষীর আকৃতি পাইবে কেন এবং কেনই বা অপ্রয়োজনীয় ইন্দ্রিয় বা অংশগুলি ক্রমশঃ পরিত্যাগ করিবে ? এমন কি পুষ্ট হইবার আগে মানবের ভ্রণ ও কুকুরের ভ্রণ প্রায় আকৃতিতে একইরূপ । ,উদ্ভিদরাজ্যেও এইরূপ ঐক্য ও পরিবর্তন দৃষ্ট হয়। এক গণভুক্ত বিভিন্ন উপগণের (species ) পার্থক্য এরূপ মিলাইয়া গিয়াছে যে ধরা কঠিন। ডারুইন দেখাইয়া দিলেন সে পার্থক্য এত অল্প অল্প করিয়া বাড়িয়া গিয়াছে যে প্রকার ( varieties ) এবং উপগণের (species ) মধ্যগত পার্থক্য ধরা বায় না। বিভিন্ন গোলাপ গাছ একজন সতের উপগণে বিভক্ত করিয়াছেন, আর একজন তাহদের মধ্যে পাঁচটির বেশী উপগণ খুজিয়া পান নাই। আবার একশ্রেণীর উদ্ভিদ জন্তুর মত কাৰ্য্য করে। ইহার কীটভোজী, কীটপতঙ্গ ধরিয়া খায়। তাহদের পাতার উপরে কীটপতঙ্গ বসিলেই পাতাগুলি ১২