পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডাকুইন › ፃ:: করিয়াছিলেন। কত অসংখ্য পুস্তক, সাময়িক পত্র, ভ্রমণবৃত্তান্ত ও প্রাকৃতিক বিজ্ঞান সম্বন্ধীয় গ্রন্থ যে এই সময়ে তিনি পাঠ করিয়াছিলেন, তাহা স্মরণ করিয়া নিজেই ডারুইন পরে আশ্চৰ্য্যান্বিত হইতেন যে, কেমন করিয়া তিনি এত পরিশ্রম করিতে সক্ষম হইয়াছিলেন। তাছা ভিন্ন বিভিন্ন জাতীয় পায়রা পুধি গাছপালা পুতিয়া বিস্তর পরীক্ষা করিতেন। তাহার গবেষণার ফলে তিনি ক্রমশঃ ক্রমপরিবর্তনবাদের সত্যত সম্পূর্ণরূপে উপলব্ধি করেন। কিন্তু এই তথ্য প্রকাশ করিবার কল্পনা র্তাহীর মনে উদিত হয় নাই । ১৮৫৮ সালে তাহার বন্ধু বিখ্যাত ভূতত্ত্ববিদ সার চার্লস লরেলের অনুরোধে তিনি তাহার পরীক্ষার ফল ও সিদ্ধান্ত পুস্তকাকারে প্রকাশিত করিতে প্রবৃত্ত হন। ইতিপূৰ্ব্বে ১৮৪৪ সালে র্তাহার অভিমত একটি প্রবন্ধে লিপিবদ্ধ করিয়া রাখিয়াছিলেন—তাহাও প্রকাশ করেন নাই। এখন দেখিলেন যে তাহার পরীক্ষা ও গবেষণার ফল এত জমিয়া গিয়াছে যে, তাহা একখানি পুস্তকে বাহির করা অসম্ভব ; সেই জন্ত তিনি র্তাহার কিয়দংশ প্রকাশ করিতে মানস করিলেন। এই সময়ে ১৮৫৮ সালে ১৮ই জুন তারিখে তিনি ওয়ালেস নামক আর একজন বৈজ্ঞানিকের নিকট হইতে কতকগুলি পাণ্ডুলিপি প্রাপ্ত হন। ওয়ালেস মালয় দ্বীপপুঞ্জে প্রাকৃতিক বিজ্ঞানের আলোচনায় ব্যস্ত ছিলেন এবং তাহার স্বকীয় গবেষণার দ্বারা তিনিও ডারইনের উদ্ভাবিত সিদ্ধান্ত আবিষ্কার করিয়াছিলেন —এমন কি দুইজনের লেখাতে স্থানে স্থানে ভাষারও মিল ছিল। বলা বাহুল্য ওয়ালেস ডারইনের কার্য্যাবলীর কোনও