পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Siro বৈজ্ঞানিক জীবনী ংবাদ জানিতেন না। ডারুইন এই পাণ্ডুলিপিগুলি লায়েল, হুকার প্রভৃতি তাহার বন্ধুদিগকে দেখাইলেন। র্তাহারা ঠিক করেন যে ওয়ালেস ও ডারুইন এই দুইজনের প্রবন্ধই একসঙ্গে পঠিত ও মুদ্রিত হইবে। উভয় প্রবন্ধই ১৮৫৮ সালে ১লা জুলাই তারিখে লিনিয়ান সোসাইটিতে পঠিত এবং ঐ সভার পত্রিকায় প্রকাশিত হয়। এই ঘটনাটি বিজ্ঞান জগতের পক্ষে শুভ হইয়াছিল, কারণ এ ঘটনাটি না ঘটলে ডারুইনের অভিমত কোনও কালে প্রকাশিত হইত কিনী সন্দেহস্থল। এমন কি ১৮০০ সালে র্তাহার প্রবন্ধ সম্বন্ধে তিনি একখানি পত্রে তাহার স্ত্রীকে লিখিয়াছিলেন যে, তাহার মৃত্যুর পর ৪০০ বা ৫০০ পাউণ্ড দিয়া একজন পুস্তক প্রকাশকের দ্বারা এই প্রবন্ধ যেন প্রকাশ করা হয় । ক্রমবিবর্তন ও প্রাকৃতিক নিৰ্বাচন। ১৮৭৯ সালে ২৪এ নভেম্বর তারিখে তাহার বিশ্ববিশ্রুত *ēofola Čolfg” ( origin of the species ) Rino & প্রকাশিত হয় এবং সেই দিনই যত কপি পুস্তক ছাপা হইয়াছিল ( ১২৫০ কপি ) সমস্তই বিক্রীত হইয়া যায়। এই গ্রন্থে তিনি তার ক্রমবিবর্তনবাদ ও প্রাকৃতিক নির্বাচনবাদ (natural sclection ) এত উদাহরণ ও পরীক্ষার দ্বারা সপ্রমাণিত করিয়াছিলেন যে র্তাহার পাণ্ডিত্যের পরিচয়ে আশ্চৰ্য্যান্বিত হইতে হয়। তাহার পূৰ্ব্বে ল্যামার্ক জীবজন্তুদিগের গঠনপ্রণালীর সাদৃপ্ত দেখিয়া স্থির করিয়াছিলেন যে, সমস্ত জীবজন্তু কয়েকটি আদি জীবজন্তু হইতে স্বঃ। কিন্তু যতদিন পর্যন্ত না কেহ দেখাইতে