পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bペ বৈজ্ঞানিক জীবনী হাক্সলে সেইরূপ গণনার দ্বারা স প্রমাণ করিয়াছেন যে একটি উদ্ভিদ হইতে বৎসরে মাত্র পঞ্চাশটি বীজ উৎপন্ন হইলে নয় । বৎসরে তাহার বংশধরেরা সমস্ত পৃথিবী ঢাকিয়া ফেলিবে এবং পৃথিবীতে আর অন্ত বৃক্ষের জন্ত স্থান থাকিবে না। এই অসংখ্য বংশধরের মধ্যে যাহারা সৰ্ব্বাপেক্ষ উপযুক্ত তাহারাই জীবিত থাকিবে। বলিষ্ঠ পিতার বংশরক্ষা সৰ্ব্বাপেক্ষা বেশী সম্ভবপর। নানা প্রাকৃতিক কারণে অধিকাংশ বৃক্ষ ও জন্তুর সন্তানগুলি মারা যায়। জলবায়ু, কীটপতঙ্গ, সংক্রামক রোগ প্রভৃতি ইহাদের মৃত্যুর প্রধান প্রধান প্রাকৃতিক কারণ। একটা দৃষ্টান্ত এখানে দেওয়া যাইতে পারে। এক একটা তেঁতুল গাছের বৎসরে সহস্ৰ সহস্ৰ বীজ হয় সকলেই দেখিয়া থাকিবেন। কিন্তু অধিকাংশ বীজই গাছের নিচে পড়ে বলিয়া, আওতায় অধিকাংশ বীজের অন্ধুরই হয় না, যেগুলি হয় তাহারাও মরিয়া যায়। একস্থানে অনেক বীজ পড়িলে তাহারা আহার না পাইয়া অধিকাংশ মরিয়া যায়। উচ্চ পৰ্ব্বতে, বরফের দ্বারা আবৃত আটক মহাদেশে বা মরুভূমিতে অনুপযোগী জলবায়ুর জন্ত বৃক্ষলতা জন্মে না, জীবজন্তুর সংখ্যাও খুব কম। মানুষের সন্তান জননের ক্ষমতা কম, কিন্তু পচিশ বৎসরে মানবের সংখ্যাও দ্বিগুণ বৰ্দ্ধিত হয়। (খ ) সন্তানগণ পিতামাতার দৈহিক গঠন উত্তরাধিকারীস্বত্রে প্রাপ্ত হয়। কিন্তু বীজের তারতম্যে কোনও দুইটি সন্তান একরূপ হয় না। নানা প্রাকৃতিক কারণে এক একটি বৃক্ষলতা বা জীবজন্তুর কোনও বিশেল ইন্দ্রিয় বা ইন্দ্রিয়চয় সামান্ত পরিবর্তিত হয় এবং তাহী ক্রমশঃ বংশধরদিগের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি ব৷ হ্রাস পাইতে থাকে।