পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ড:রুইন >b"> নানা প্রাকৃতিক কারণে এইরূপে একই গণ হইতে বিবিধ উপগণের উৎপত্তি হইয়া থাকে। এইরূপ উপগণের উৎপত্তি যে সম্ভব তাহ আমরা পশুপক্ষী পালনে মানব *** firéjSox (Selection by man) “so cofots of র্যাহারা পায়রা পোষেন তাহারা জানেন যে বিবিধ জাতীয় পায়রকে একত্র রাথিয়া কত বিচিত্র রকমের পায়রার উৎপত্তি হুইয়া থাকে। এই সকল পায়রার কোন জাতির ঝুটি খুব বড় ও চিকণ, কাহারও পাখা খুব বিস্তৃত, কাহারও ঠোঁট বড় বা ছোট, কেহ বা দূরে উড়িয়া যাইতে পারে, কেহ পারে না। এই সকল বিবিধ জাতির পায়র। পরীক্ষা করিয়া দেখা গিয়াছে যে, তাহদের দেহের হাড়ের ও অন্তান্ত ইন্দ্ৰিয়ের অনেক তারতম্য হইয়া গিয়াছে। নিৰ্ব্বচনের দ্বারা গৃহপালিত কুকুরের মধ্যে নিউফাউল্যাণ্ড জাতীয় স্ববৃহৎ কুকুর হইতে গ্রাম্য ক্ষুদ্র খেকি কুকুর পর্য্যস্ত দেখিতে পাওয়া যায়। মানুষ এইরূপ নিৰ্ব্বাচন করিয়া অশ্ব, গে, মহিষ প্রভৃতি বিভিন্ন জাতীয় জন্তুর মধ্যে বিবিধ উপগণের উৎপাদন করিতে সমর্থ হন । ঘোড়া ও গাধার সহবাসে খচ্চর নামক উপগণের উৎপত্তির কথা সকলেই জানেন । যখন দেখিতে পাইতেছি যে, মামুব অল্প সময়ের মধ্যে নিৰ্ব্বাচনের দ্বারা বিবিধ উপগণের স্বষ্টি করিতেছেন, তখন প্রকৃতি যে যুগযুগান্তর হইতে গণ হইতে উপগণ, উপগণ হইতে উপগণের স্বষ্টি করিবে তাহাতে বিচিত্র কি ? মানব অল্প সময়ের মধ্যে উপগণে যখন এত পরিবর্তন করিতে সক্ষম, তখন প্রকৃতি নির্বাচনের দ্বারা ক্রমশঃ উপগণের মধ্যে কত