পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૪ાrg বৈজ্ঞানিক জীবনী বৃহৎ পরিবর্তন করিতে পারে তাহ অনায়াসে বুঝা যায়— এত পরিবর্তন সম্ভবপর যে ক্রমশঃ উপগণগুলি একেবারে স্বতন্ত্র জাতিতে পরিণত হইতে পারে। এইরূপ নিৰ্ব্বাচন ও ক্রমবিবর্তনের দ্বারা পৃথিবীর অসংখ্য প্রকারের জীবজন্তু ও বৃক্ষলতার উদ্ভব সম্ভবপর হইয়াছে। । পূৰ্ব্বেই বলা হইয়াছে যে নানা জ্ঞাত ও অজ্ঞাত উপায়ে প্রকৃতি নিৰ্ব্বাচনের দ্বারা উপগণের স্বষ্টি করিতেছেন । এইরূপ কয়েকটি উপায় এস্থলে লিপিবদ্ধ হইল। পারিপাশ্বিক অবস্থা । (Natural Surroundings) মনে করুন এক স্থানে ব্যান্ত্রের দল আছে এবং তাহাদের প্রধান আহার হরিণ। এস্থলে এই সকল ব্যান্ত্রের মধ্যে যাহারা খুব দ্রুতগামী তাহারাই হরিণ বধ করিয়া সেই আহারের দ্বারা বাচিয়া থাকিবে। এইরূপ দেশে দ্রুতগামী লম্বাকৃতি ক্ষীণতন্ত্র ব্যাঘ্রই প্রকৃতির নির্বাচনফলে দেখিতে পাওয়া যাইবে, অন্ত জাতীয় ব্যাঘ্ৰ দেখিতে পাওয়া যাইবে না। শীতদেশের জীবজন্তু বা বৃক্ষলতা গ্রীষ্মপ্রধান দেশে আনীত হইলে, যেগুলি বাচিলে, তাহাদের অনেকগুলি নূতন স্থানের ও জলবায়ুর উপযোগী হইতে চেষ্টা করিবে। তাহার কোন কোনও স্থলে নূতন উপগণে পরিণত হইবে। অনেকে পাহাড়ে বেলগাছ দেখিয়া থাকিবেন—দেখিতে ছোট, শক্ত ও সাধারণ বেলগাছ হইতে কতক পরিমাণে ভিন্নাকৃতি । সমতল ক্ষেত্ৰজাত বেলের বীচিই পাহাড়ের উপর পক্ষীর দ্বারা