পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডাকুইন እmy¢ নীত হওয়াতেই এই গাছের উৎপত্তি, কিন্তু পাহাড়ে যেরূপ খাদ্য মিলে সেই খাদ্যের এবং তথাকার জলবায়ুর উপযোগী হইবার চেষ্টায় বৃক্ষটি কিয়ৎপরিমাণে ভিন্নাকৃতি হইয়াছে। এইরূপ স্থান বা জলবায়ুর দরুণ এক এক স্থানের, বিশেষতঃ সমুদ্র মধ্যস্থ দ্বীপের বৃক্ষলতা ও জীবজন্তু অনেক পরিমাণে স্বতন্তু। প্রাকৃতিক নিৰ্ব্বাচন যে কত জটিল তাহ নিম্নলিখিত উদাহরণ হইতে বুঝা যাইবে । বিলাতে হাটহস ও ডাচ ক্লভার নামক দুইটি উদ্ভিদ আছে। মক্ষিক ও কীটপতঙ্গের দ্বারা উদ্ভিদের পুং-ফুলের রেণু স্ত্রী-ফুলে আনীত হইলে সেই সঙ্গমে বীজ উৎপন্ন হয়। উপরোক্ত দুইটি ফুলে অম্বল-বী নামক মক্ষিকাই সঞ্চরণ করে। কিন্তু ইদুরে এই মক্ষিকার বাসা ভাঙ্গিয় ফেলে, অপরদিকে বিড়ালে ইছর ধরিয়া খায়। যে প্রদেশে বিড়াল বেশী, সেইখানে ইরের সংখ্যা কম, মক্ষিকার সংখ্যা বেশ এবং সেইজন্ত ফুলও সেখানে বেশী ফুটিবে। আবার বিড়ালের সংখ্যা যেখানে কম, সেখানে ইদুর বেশী, সেইজন্ত মক্ষিকা কম, ফুলও কম ফুটিবে। অতএব কোনও প্রদেশে উপরোক্ত দুই জাতীয় ফুলের সংখ্যা সেইস্থানের বিড়ালের সংখ্যার উপর নির্ভর করিতেছে। ইন্দ্রিয়বিশেষের ব্যবহার ও অব্যবহার। (Use and disuse of parts) অনেক ইন্দ্রিয় অব্যবহারে ক্রমশঃ নষ্ট হইয়া যায় ও ব্যবহারে পরিবর্তিত হয়। যে ইঞ্জিয় কার্য্যোপযোগী (useful) তাহাই স্থায়ী হয়। ইহার প্রধান দৃষ্টান্ত আমরা গৃহপালিত পশু