পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ゲや2 বৈজ্ঞানিক জীবনী পক্ষীতে পাই। একই জন্তু বন্ত অবস্থায় ও গৃহপালিত অবস্থায় পৃথক হয় এবং তাঁহাদের বংশধরগণও আরও পৃথক হইয়৷ পড়ে। বন্ত কুকুট, পাতিহাস, রাজহাস প্রভৃতি পক্ষী বেশ উড়িতে পারে, গৃহপালিত অবস্থায় তাহাদের উড়িবার প্রয়োজন হয় না—সেইজন্ত ক্রমশঃ তাহাদের পাথার হাড়গুলি এইরূপ পরিবর্তিত হইয়া যায় যে, তাহদের বেশী দূর উড়িয়া যাইবার ক্ষমতা চলিয়া যায় এবং তাহাদের সন্তানগণ আর উড়িতে পারে না। ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপে পক্ষীদিগকে প্রাণভয়ে উড়িতে হয় না বলিয়, পাখাবিহীন বা অল্প পাখাবিশিষ্ট পক্ষীও দৃষ্ট হয়। গৃহপালিত অনেক পশুর কানগুলি নিম্নদিকে বাকান, কিন্তু বন্ত অবস্থায় তাহদের কান সোজা দেখা যায়। গৃহপালিত অবস্থায় তাহারা তেমন ভয় আদৌ পায় না এবং সেইজন্য কান খাড়ার অভ্যাস পরিত্যাগ করাতে তাহাদের কানের হাড়গুলি এরূপ পরিবৰ্ত্তিত হইয়া যায় যে, কানগুলি দোমড়ান অবস্থাতেই স্বভাবতঃ থাকে। তাহদের সন্তানগুলি উত্তরাধিকারস্থত্রে এইরূপ দোমড়ান কানবিশিষ্ট হইয়া থাকে। গুৰুরে পোকার ( Beetics ) চরিবার সময় পাগুলি প্রায়ই তাঙ্গিয়া যায়, সেইজন্ত তাহদের সন্তানগুলিতে ক্রমশঃ পা লোপ পাইয়া যায়। ওয়ালষ্টন নামক একজন সাহেব একস্থানে দেখিয়াছিলেন যে, ৫৫০ প্রকার গুপুরে পোকার মধ্যে ২০০ পোকার ডান এত ছোট হইয়া গিয়াছে যে, তাহারা উড়িতেই পারে না। এইরূপ অনাবশ্যক ইঞ্জিয়ের অব্যবহার ও আধখ্যক ইন্দ্রিয়ের বহুল ব্যবহার বিবিধ উপগণ উৎপাদনের সহায়তা করে।