পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उॉक्लट्टेन እኪyዊ সুন্দর মুন্দর ফুলের যে বিচিত্র রং দেখিতে পাই, তাহী কেবল মানবের চক্ষুর আনন্দোৎপাদন করিবে বলিয়৷ স্বজিত হয় নাই, সেই বিচিত্র রং উদ্ভিদের জীবন ও ংশরক্ষার জন্ত বিশেষ ভাবে প্রয়োজনীয় বলিয়া সৃষ্ট হইয়াছে। ফার, ওক, অ্যাশ, ঘাস প্রভৃতি যে সকল উদ্ভিঙ্গের বীজ বায়ুর সাহায্যে উৎপন্ন হয়, তাছাদের ফুল রঙ্গিন হয় না। কিন্তু যে সকল উদ্ভিদের ফুলের রেণু বহনের জন্ত মক্ষিক বা কীটপতঙ্গের সাহায্য প্রয়োজন, উহাদিগকে আকৃষ্ট করিবার জন্ত সেই সকল ফুলের রং বিচিত্রবর্ণের হইয়া থাকে। আম, আপেল, পেপে প্রভৃতি বিবিধ পক ফলের বিভিন্ন রংও সেই সকল বৃক্ষলতার বংশরক্ষার জন্ত প্রয়োজনীয়। পক্ষী ও জন্তুগণ তাহাদের ফলের রঙের দ্বারা প্রথমে আকৃষ্ট হইবে বলিয়া তাহাদের অত রং । এইরূপ প্রাকৃতিক নিৰ্ব্বাচনের ফলে অনেক জন্তুর পুরুষজাতির বিচিত্র বর্ণের পাখা আছে, পুরুষ সিংহের কেশর আছে, ময়ুরের প্যাথন আছে, মোরগের ঝুটি আছে, কিন্তু এই সকল জন্তুর স্ত্রীজাতির এরূপ নাই। পুরুষ জন্তুদের এই সৌন্দৰ্য্য তাহদের রংশরক্ষার কল্পে প্রয়োজনীয়। রূপ দেখাইয়া পুরুষ-জন্তু স্ত্রী-জন্তুর মন ভুলাইয়া তাহাদিগের সহিত সখ্য স্থাপন করে। আধার অনেক পক্ষীর স্ত্রী ও পুরুষজাতি—দুইয়েরই পক্ষের সৌন্দৰ্য আছে। সে সৌন্দৰ্য্য স্ত্রীপক্ষিরা পুরুষের নিকট ৰীেননির্বাচনের (Sexual selection) দ্বারা উত্তরাধিকারীস্থত্রে পাইয়াছে। এইরূপে দেখা যায় যে, জীবনসংগ্রামে জয়ী হইবার জন্ত