পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उाङ्गद्देन >b。 রাজহাস ও চীনদেশীয় রাজহাসকে প্রাণীবিস্তাবিশারদের বিভিন্ন গণে ফেলিয়াছেন, তাহাদের সঙ্গমে যে জার উৎপন্ন হয় তাহারও সন্তান উৎপাদনের যথেষ্ট ক্ষমতা আছে। গৃহপালিত বিবিধ প্রকারের পায়রা, কুকুর, গরু, মহিষের মধ্যে স্ত্রী ও পুরুষের সংসর্গে যে সন্তান হয় তাহ আদৌ বন্ধ্য নহে। এইরূপ জারজননের দ্বারা বৃক্ষলতা ও পশুপক্ষীদের মধ্যে অনেক প্রকারের উপগণের উদ্ভব সম্ভবপর হইয়াছে। এইরূপ নানা জ্ঞাত ও অজ্ঞাত কারণে প্রকৃতি নিৰ্ব্বাচন করিয়া একই গণ হইতে উপগণের স্বষ্টি করিয়াছেন ও করিতেছেন। পূৰ্ব্বেই বলা হইয়াছে যে, ল্যামার্ক স্বীকার করিয়াছেন যে পশুপক্ষীগণ কয়েকটি আদি জন্তু হইতে উৎপন্ন। কিন্তু তাহার মত গ্রাহ হয় নাই, তাহার কারণ, তিনি দেখাইতে পারেন নাই যে কেমন করিয়া একই গণ হইতে বিবিধ পশুপক্ষীর উদ্ভব সম্ভবপর হইয়াছে। ডাক্লইন এই প্রশ্নের সমাধান করিলেন-প্রাকৃতিক নিৰ্ব্বাচনের দ্বারা ক্রমশঃ জীবজন্তু ও বৃক্ষলতার মধ্যে এত পার্থক্য সম্ভবপর হইয়াছে। তিনি দেখাইলেন যে, উপগণের আর পরিবর্তন হয় না, তাহার fGşgfī ( immutable )—এই মত ভ্রান্ত । আবার কতকগুলি ক্ষুদ্র উপগণের যাহা গণ, তাহাই আবার বৃহত্তর গণের উপগণ । এইরূপে ডারুইন সিদ্ধান্ত করিলেন যে পশুপক্ষী এই ক্রমবিবৰ্ত্তনের ফলে চারি পাঁচটি বৃহৎ গণ হইতে উৎপন্ন এবং বৃক্ষলতাও তদ্রুপভাবেই স্বই। " ডারুইনের এই মত প্রথমতঃ কেহই গ্রাহ করিলেন না। যিনি একটা বড় রকমের নূতন কথা প্রথম বলেন, তিনি