পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$సెa বৈজ্ঞানিক জীবনী পাগলই ত বটে। ডারুইনও প্রথম প্রথম অনেক গালি খাইলেন। ক্রমশঃ লায়েল-প্রমুখ বিখ্যাত ভূবিদ্যাবিং, হাক্সলে প্রমুখ প্রাণীবিদ্যাবিং, হুকারের মত উদ্ভিদবিদ্যাবিদেরা তাহার মত গ্রহণ করিলেন । আধুনিক কালে ডারুইনের প্রাকৃতিক নিৰ্ব্বাচন, পারিপাশ্বিক অবস্থা প্রভৃতি বিষয় সম্বন্ধে মত অনেক পরিমাণে পরিবৰ্ত্তিত হইয়াছে, কিন্তু ক্রমবিবর্তনের দ্বার বৃক্ষলতা ও জীব স্বষ্টি সম্বন্ধে ডারুইন যে মত প্রচার করিয়াছেন, তাহ অটুট আছে। তাহার সিদ্ধান্ত প্রত্যেক বিজ্ঞানকে অনুপ্রাণিত করিয়াছে। সেই সিদ্ধান্তের সত্যতা নিরূপণ করিবার জন্ত কত বৈজ্ঞানিক কত নুতন পরীক্ষণ করিয়াছেন এবং সেই সকল পরীক্ষার দ্বারা ভূবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা বহুল পরিমাণে উন্নত হইয়াছে। মানবের উৎপত্তি। ( Descent of man ) ডারুইন বৃক্ষলতা ও পশুপক্ষীদের জন্মবৃত্তান্ত র্তাহার “উপগণের উৎপত্তি” নামক গ্রন্থে আলোচনা করিয়াছেন। মানব শ্রেষ্ঠ জীব, সেইজন্ত তাহার উৎপত্তির বিষয় একখানি স্বতন্ত্র গ্রন্থে আলোচনা করিয়াছেন। তিনি দেখাইতেছেন যে মানব জীবের মধ্যে শ্রেষ্ঠ হইলেও মানব অন্তান্ত জীব হইতে একেবারে স্বতন্ত্র নহে। প্রথমতঃ-মানবের দৈহিক গঠন অন্তান্ত উচ্চশ্রেণীর জীবের দৈহিকগঠন হইতে একেবারে পৃথক নহে। মানবশরীরের হাড়, পেশী, স্নায়ু, রক্তস্থলী প্রভৃতি বানর, বাদুড় বা সিল