পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ोङ्गहेन ఫిలి প্রতি গুলি করিতেছিলেন। বানরেরা তখন একজোটে তাহাদের উপর মানুষের মাথার মত বড় বড় প্রস্তরখণ্ড ফেলিয় তাহদিগকে পলায়নে বাধ্য করিয়াছিল। স্মৃতিশক্তি প্রভৃতি উচ্চ মানসিক বৃত্তিও কতক কতক পরিমাণে জন্তুদের মধ্যে আছে। ডারুইনের একটি পোষা কুকুর ছিল। তিনি ইচ্ছা করিয়া উহাকে পাচ বৎসর বাধিয়া রাখিবার পর একদিন তাহার নিকট প্রত্যাগমন করিলে প্রথম কুকুরটা তাহাকে চিনিতে পারিল না ; তাহার পর হঠাৎ তাহার স্মরণ হওয়াতে ডারুইনের পশ্চাৎ পশ্চাৎ পূৰ্ব্বেকার মত আসিতে লাগিল। অবশ্য ভাষা মানবকে উচ্চতম জীব করিয়া রাখিয়াছে। তবে জন্তুদিগের মধ্যে ভাষার যে প্রচলন একেবারে নাই তাহা নহে । বিবিধ প্রকারের শব্দের দ্বারা তাহারা মনোভাব প্রকাশ করে। তাহীদের ক্রোধ ও ক্রনীনের ভাষা যে স্বতন্ত্র তাহা বেশ বুঝা যায়। অবশু মানব যেরূপ তাহার সকল ভাৰই ভাষায় ব্যক্ত করিতে পারে জন্তুরা তাহ পারে না । মানবের লিখিবার শক্তি চর্চা ও আলোচনার ফলে। ইহার বলে তাহার। পশু হইতে বহু উচ্চে, কিন্তু অসভ্যজাতিদের - লিখিত ভাষা নাই। সৌন্দৰ্য্যজ্ঞান যে মানব সমাজেই নিবদ্ধ তাহা নহে। অন্তান্ত অনেক জন্তুতে তাহ সম্পূর্ণরূপে বিদ্যমান। ময়ুরের স্বন্দর পাখা ময়ুরীর পছন্দের জন্ত, মানবের চক্ষুরিত্রিয়ের তৃপ্তির জন্ত নহে। অনেক পুংপক্ষী স্ত্রী-পক্ষীর মনোরঞ্জনার্থ বিবিধ প্রকারের গান করিয়া থাকে। মানবের মধ্যে এই সৌন্দৰ্য্যজ্ঞান ও সঙ্গীতপ্রিয়তা যে সমান নহে, তাহার প্রমাণ ১৩