পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե- বৈজ্ঞানিক জীবনী চিকিৎসাবিজ্ঞানের আলোচনা করিয়াছেন তাহারা সকলেই প্রায় একবাক্যে স্বীকার করিয়াছেন যে অস্ত্রচিকিৎসাবিজ্ঞানে ভারত অনেক বিষয়ে ইউরোপের শিক্ষাগুরু। ওয়েবার লিখিয়া গিয়াছেন “ইউরোপের আধুনিক অস্ত্রচিকিৎসকগণ হিন্দুদের নিকট হইতে একস্থান হইতে চৰ্ম্ম লষ্টয়া অন্যস্থানে চৰ্ম্ম সংযোগ করিবার উপায়, যথা কর্ভুিত নাসিক জোড়া দেওয়া, (rhinoplasty) , শিক্ষা করিয়াছেন।” প্রসিদ্ধ জাৰ্ম্মান ডাক্তার হিসবার্গ § (1). Hirschscrg) ওয়েবার সাহেবের পূৰ্ব্বোক্ত বাকোর সমর্থন করিয়াছেন এবং আরও বলিয়াছেন যে “চক্ষের ছানিতোলা প্রক্রিয় ইউরোপ ভারতবাসীর নিকট শিথিয়াছে, এবং প্রাচীন গ্ৰীক, মিশরবাসী বা অন্ত কোন জাতি উগ জ্ঞাত ছিলেন না।” আধুনিক অস্ত্রচিকিৎসকগণ অসাধ্যসাধন করিতেছেন, কিন্তু অধুনা যে সকল অস্ত্রচিকিৎসা অতি কঠিন বলিয়া স্বীকৃত চয় ! major operation) তাহাদের মধ্যে অনেকগুলি ; বৃথা ছানিতোল, অঙ্গছেদন (amputation), so fossa (abdominal scetion) প্রাচীন ভারতে অবিদিত ছিল না। আধুনিক পাশ্চাত্য অস্ত্রবিজ্ঞানের অদ্ভুত উন্নতি দেখিয়া সকলেরই চমৎকৃত হইবার কথা, কিন্তু সেই সঙ্গে প্রাচীন ভারতের উন্নত অস্ত্রচিকিৎসার গৌরবের যে আমরা উত্তরাধিকারী তাছা যেন কদাচ ভুলিয়া ন! যাই। মুশ্রতোক্ত অস্ত্রচিকিৎস। ১। শিক্ষা মুশ্রুত অস্ত্রচিকিৎসা আট ভাগে বিভক্ত করিয়াছেন--(১) ছেদ্ধক্রিয়া ( কোন অঙ্গ ছেদন করা,) ( 2 ) ভেণ্ঠক্রিয়া ( কোন স্থান