পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুশ্রুত N ভেদ করা ), (৩) লেখ্যক্রিয় ( কোন স্থানের চৰ্ম্ম উত্তোলন করা), (৪) বোক্রিয়া (দুবিত রক্তাদি বাহির করিয়া, দিবার জষ্ঠ শিরাদি ভেদ করা ), (৫ ) এ্যক্রিয় ( নালীঘা, বাঘী প্রভৃতি রোগে ক্ষতাদির পরিমাণ অন্বেষণ করা, (৬) আহার্যাক্রিয় { অশ্মরী প্রভৃতি রোগোস্থত দ্রব্যাদি বাহির করা ), ( ৭ ) বিষ্ণুবাক্রিয় (ম্রাব উৎপাদন করা), ও (৮) সীবন (সেলাই করা )। চিকিৎসককে অস্ত্রক্রিয়াদি কৰ্ম্মে পারদর্শিতা লাভ করিতে হইলে শাস্ত্র অধ্যয়ন করিলেই চলিবে না, অস্থাদির দ্বারা প্রকৃতরূপে ছেদনাদি অস্ত্রক্রিয়া বহুদিবস ধরিয়া অভ্যাস করিতে হইবে। কিরূপ কৌতুহলোদ্দীপক উপারে গুরু শিস্যকে বিবিধ অস্বক্রিয় শিক্ষা দিতেন, তাহার আভাস নিম্নে প্রদত্ত হইল। . ১। ছেপ্তক্রিয় (Incision)—কুমড়া, লাউ প্রভৃতি দ্রব্যকে ছেদন করিয়া অঙ্গচ্ছেদনাদির প্রণালী করিতে হইবে। ২। ভেদ্যক্রিয় (puncturing)–চামড়ার থলি, মৃত পশুর প্রস্রাবের ধলি বা চামড়ার থলির মধ্যে জল ও কর্ম পুরিয়া তাহ ভেদ করিয়া ভেদ্যক্রিয়া শিক্ষা করিতে হইবে । ৩। লেথাক্রিয়া (scratching)—মৃত পশুর লোমযুক্ত চৰ্ম্ম আঁচড়াইয়া শিক্ষা করিবে। - ৪। এধ্যক্ৰিয় (probing)—ঘুধির বঁাশ বা কষ্ট, অথবা শুষ্ক লাউর মুখে অন্ত্র প্রবেশ করাইয়া এষাক্রিয় শিক্ষা করিবে । ৫ । আহাৰ্য্য (extraction)—কাঠাল প্রভূত ফলের মজ্জা এবং মৃত পশুর জন্তে যন্ত্র প্রবেশ করাইয়৷ এই ক্রিয়া শিক্ষা করিবে।

  • I faiosol (evacuating fliuds)—oxico whiloss of সিমুল কাষ্ঠে যন্ত্র প্রবেশ করাইয়। রক্তপূজাদি আৰ করিবার প্রণালী শিক্ষা করিবে। ৭ । সীব্যক্রিয় (sewing)—বস্ত্র বা নরম চৰ্ম্ম স্বচ দ্বারা সেলাই করিয়৷ সাব্যক্রিয় শিক্ষা করিতে হইবে।