পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о বৈজ্ঞানিক জীবনী ৮। বেংক্রিয় (boring)-মৃত পশুর শিরা বা পরের ডাটা বিধির বেধ্যক্ৰিয়া শিক্ষণীয়। ৯। বন্ধনকার্যা (bandage)—বস্ত্রাদির দ্বারা নিৰ্ম্মিত পুরুষের অঙ্গপ্রত্যঙ্গ বন্ধন করিয়া বন্ধনকাৰ্য্য শিক্ষা করিবে। কোমল মাংসপেশী বা পদ্মের ডাটা ৰন্ধন করিয়া সন্ধিবন্ধন শিক্ষা করিবে ।

    • 1 Fta is afstij (cautery by caustics and fire)-gs পশুর কোমল মাংসপণ্ডের উপর ক্ষার ও অগ্নি প্রয়োগ করিয়া শিক্ষা করিতে হইবে। * ১১ । বস্তিকার্য (catheterisation)-জলপূর্ণ কলসীর প্রাপ্তভাগ ছিদ্র করিয়া তাহার স্রোতে এবং লাউর মুখদেশে ব: সেইরূপ অপর দ্রব্যে পিচকারী প্রয়োগ করিয়া বস্তিক্রিয় শিক্ষণীয়

এইরূপে অস্ত্রক্রিয়া সম্যকরূপে শিক্ষ, করিবার পর চিকিৎস কাৰ্য্যে অভ্যাস ও দক্ষতালাভ করিলে চিকিৎসক চিকিৎসাকার্য্যে প্রবৃত্ত হইবেন। অস্ত্র প্রয়োগ করিবার পূৰ্ব্বে চিকিৎসক তংকৰ্ম্মোপযোগী যন্ত্র, অস্ত্র, তুলা, বস্ত্রগণ্ড, স্বত্র, পাথ, শীতল ও উষ্ণজল প্রভৃতি দ্রব্য ও উপযুক্ত সবল পরিচারক সংগ্ৰহ করিবেন। মূঢ়গৰ্ভ, উদর, অর্শ; অশ্বরী, ভগন্দর ও মুখরোগে অস্ত্র করিতে হইলে রোগীর আহারের পূৰ্ব্বে অস্ত্র ক্রিয় সম্পাদন করিতে হষ্টবে। চিকিৎসক বিশেষ সতর্কতার সহিত অস্ত্র প্রয়োগ করিবেন, নে স্বাক্ষ শিরা ও স্নায় কাটিয়া না যায়। অস্ত্র করিবার পর অঙ্গুলির দ্বারা পূযরক্ত বাহির করিয়া দিয়া নিমপাতাদি কযায় দ্রব্যের জলে বেশ করিয়া ক্ষতস্তান ধৌত করিয়া দিযেন। পরে তিল বাটা, মধু ও ঘৃত মিশ্ৰিত করিয়া পলিত বা বস্ত্রখণ্ডে মাখাইয় উহ! ক্ষতমধ্যে পুরির দিবেন ও তৎপরে মসিনার পুলটিশাদি দিয়া তিন চারি পর্দ কাপড়ের দ্বারা শক্ত করিয়; বাধিয়া দিবেন। তিন