পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুশ্রুত >う・ ন। যন্ত্রগুলি আবার ছয় ভাগে বিভক্ত ( ১ ) স্বস্তিক যন্ত্র ( চব্বিশ প্রকার ) ( 2 ) সন্দংশ যন্ত্র ( দুই প্রকার ), (৩) তাল যন্ত্র ( দুই প্রকার ), ( 8 ) নাড়ী যন্ত্র ( বিংশতি প্রকার ), t ৫ } শলাক যন্ত্র ( আটাইশ প্রকার ), ও (৬) উপযন্ত্র ( পচিশ প্রকার )। এই সকল যন্ত্র লৌহ বা স্বর্ণাদি পাচটি ধাতুর দ্বার। নিৰ্ম্মিত হইত। আবণ্ঠকমত অঙ্গপ্রকার যাদি প্রস্তুত করিবার ব্যবস্থাও সুশ্ৰুত দিয়া গিয়াছেন । ১। স্বস্তিক যন্ত্র-অষ্টাদশ অঙ্গুলী দীর্ঘ এবং দুই খণ্ড লৌহ একটি পিল দ্বার আবদ্ধ। সিংহ, ব্যাঘ্ৰ, মৃগ প্রভৃতি দশ প্রকার পশুর ও কাক, চিল, শকুনি প্রভৃতি চতুর্দশ প্রকার পক্ষীর, সৰ্ব্বসমেত চব্বিশ প্রকার জন্তুর মৃগের সাদৃষ্ঠে চব্বিশ প্রকার স্বস্তিক যন্ত্র নিৰ্ম্মিত হইত। হাড়ের মধ্যে বাণ বা কোন প্রকার শল্য বিদ্ধ হইলে উহা বাহির কারবার জন্ত স্বস্তিক যন্ত্র ব্যবহৃত হইত। ২। সন্দংশ যন্ত্ৰ—ষোল অঙ্গ লি দীর্ঘ। এক প্রকার সনাংশ যন্ত্র কৰ্ম্মকরের সাড়াশীর মত ও ਬੋ ক্ষৌরকুরের সন্নার মত। চৰ্ম্ম, মাংস, শিরা ও স্বায়ু হইতে ক্ষুদ্র শল্যবা কণ্টক বাহির করিযর জন্ত সন্দংশ যন্ত্র ব্যবহৃত হইত। ৩। তাল যন্ধু-বার অঙ্গুলি দীর্ঘ। কর্ণ নাসিকাদির ভিতর হইতে মলাদি বাহির করিবার জন্ত ব্যবহৃত হইত। ৪ । নাড়ী যন্ত্র—নানা আকারে নিৰ্ম্মিত ও নানা কার্য্যে ব্যবহৃত হইত। অশোষন্থ, অঙ্গুলিত্ৰাণ যন্ত্র প্রভৃতি নাড়ীষঙ্গের রূপান্তর। ৫ । শলাকা যন্ত্র—আটাইশ প্রকার-—শলাকা যন্থ বিভিন্ন কার্য্যে ব্যবহৃত হইত বলিয়া নানা আকারে নিৰ্ম্মিত হইত। এই সকল যন্ত্রের মধ্যে কয়েকটির চিত্র উপরে প্রদত্ত হইল।ঞ্চ

  • যন্ত্র ও শস্ত্রের চিত্রগুলি প্রধানতঃ গণ্ডালের ঠাকুর সাহেব কৃত “A Short History of Aryan Mcdical Science” ato &g Afafiz চিত্র দৃষ্টি অঙ্কিত হইয়াছে।