পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y’s বৈজ্ঞানিক জীবনী ৩ । শস্ত্র বা তাস্ত্র সুশ্রুত শস্ত্র বা অস্ত্র বিংশতি প্রকার বলিয়া উল্লেখ করিয়া গিয়াছেন ( ১ ) মণ্ডলাগ্ৰ, ( 2 ) করপত্র, (৩ ) বুদ্ধি, ( s ) নপশস্ত্র, ( 4 ) মুদ্রিকা, (৬) উৎপলপত্র, ৭ ) অৰ্দ্ধধার, (৮) স্বচী, (৯) কুশপত্র, (১০) আটামুখ, ১১) শারীরমূখ, {১২) অন্তমুখ, (১৩) ত্ৰিকূটক, (১৪) কুঠারিকা, (১৫) ব্রাভিমুখ, (১৬) আর, (১৭) বেতসপত্রক, (১৮) বড়িশা, (১৯) দন্তশঙ্কু, ২০) এযণী । এই সকল অস্ত্র ছেদাক্রিয়া, ভেদ্যক্রির, এঘণক্রিয়া, সীবন প্রভৃতি পূৰ্ব্বোক্ত অষ্ট প্রকার অস্ত্রপ্রয়োগক্রিয়ায় প্রয়োজনানুসারে ঙ্গত হইত। এই সকল অস্ত্র উংকৃষ্ট লৌহের দ্বারা নিৰ্ম্মিত, তীক্ষুধারবিশিষ্ট, উত্তম রূপে পরিবার উপায়বিশিষ্ট ও দন্তবিহীন হওয়া আবশ্যক। অস্ত্র সকলের ধার ধন্ত্রভেদে মস্তরকলায়ের দ্যায় স্থূল হইতে অৰ্দ্ধচুল প্রমাণ স্বল্প হওয়া আবশ্যক। অস্ত্রের ধার সমান রাখিবার জন্য অস্ত্র শিমূলকাষ্ঠের খাপে রক্ষিত ইষ্টত এবং অস্ত্রে শান দিবার জন্ত মাষকলাইয়ের রংবিশিষ্ট প্রস্তর ব্যবহৃত ভক্টত । কয়েক প্রকার অস্ত্রের চিত্র নিম্নে প্রদত্ত হইল । কিরূপ দুরূহ অস্বচিকিৎসার উপদেশ স্থশ্রত দিয়া গিয়াছেন, দুষ্টান্তস্থলে আমরা গর্ভস্থিত মৃতসস্তান ছেদন করিয়া বাহির করিবার প্রক্রিয় এস্থলে উদ্ধত করিয়া দিলাম। “গর্ভস্থ মৃতসন্তান হস্ত সাহায্যে বাহির করিতে না পারিলে অস্ত্র দ্বারা ছেদন করিয়া বাহির করিতে হুইবে । কিন্তু সন্তান যদি জীবিত থাকে, তাহ হইলে কদাচ অস্ত্র প্রয়োগ করিতে নাই, কারণ তাহাতে গর্ভিণী ও