পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুশ্রত ' እዊ পারষ্টায়। জঘনদেশ দ্বার অপত্যপথ অবরুদ্ধ হক্টলে, জঘনদেশের অস্থিথগুসকল ছেদন করিয়া নিষ্কাসিত করিবে। মৃতগর্ভ ছেদন করিয়া বাহির করিতে হইলে, মগুলাগ্র নামক অস্ত্রই প্রয়োগ করা উচিত ; উহাতে তীক্ষাগ্র বৃদ্ধিপত্র অস্ত্র প্রয়োগ করিতে নাই ; করিলে গর্ভিণীকে আঘাত লাগিতে পারে।" হায়! অধুন আয়ুৰ্ব্বেদ ব্যবসায়ীগণের নিকট গর্ভস্থ মৃতসন্তানের ছেদনের কল্পনাও" আকাশকুন্ত্রমরূপে প্রতীয়মান হুইয়া থাকে, এমন কি তাহার মগুলাগ্র বা অল্প প্রকার অস্ত্র কখনও স্বচক্ষে দেখেন নাই ! এমন দিন কি আসিবে না যখন আয়ুৰ্ব্বেদীয় চিকিৎসায় আবার উন্নত অস্ত্রচিকিৎসা স্বকীয় উচ্চ আসন গ্রহণ করিতে সমর্থ হহবে ? (৪) বন্ধন। শ্রুতে অনেকপ্রকার বন্ধনের (bandage) উল্লেখ দেখিতে পাওয়া যায়। পতন বা কোনপ্রকার আঘাতের দ্বারা দেহের অস্থিসমূহ ভগ্ন হইলে বা অন্ত্রপ্রয়োগের পর আহত বা ক্ষতস্থানে স্থানবিশেযে বিবিধ প্রকার বন্ধনের প্রয়োগ ছিল। বন্ধনপ্রণালী চতুর্দশ প্রকার--(১) কোশ, (২) দাম, (৩) স্বস্তিক, (৪) তমুবেল্লিত, (৫) ছতোলী, (৬) মণ্ডল, (৭) মুর্গিকা, (৮)যজক, (৯) খট্র, (১০) চীন, (১১) বিবন্ধ, (১২) বিতান, (১৩) গোফণাও (১৪) পঞ্চাঙ্গী। এই প্রবন্ধে তিন প্রকার বন্ধনের চিত্র প্রদত্ত হইল। বন্ধনকার্য্যে স্থতার কাপড়, মেষলোমনিৰ্ম্মিত বস্ত্র, রেশমী কাপড়, চৰ্ম্ম, বংশাদির চটা, স্থত, লৌহ, কাঠফলক প্রভৃতি বিবিধ উপকরণ ব্যবহৃত হইত। যে প্রকার বন্ধন শরীরের