পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σly' বৈজ্ঞানিক জীবনী স্থানবিশেষে সুনিবিষ্ট হয় সেই স্থানে সেই প্রকার বন্ধন প্রযোজ্য। স্থানবিশেষে বন্ধন তিন প্রকার-গাঢ়বন্ধন, সমবন্ধন ও শিথিল বন্ধন । যে বন্ধন বেশ শক্ত অথচ যাহাতে বেদন বোধ হয় ন৷ তাহা গাঢ়বন্ধন ; যে বন্ধন ভিতরে ফাঁপা তাহা শিথিলবন্ধন ও বাহা খুব শক্তও নহে, শিথিলও নহে তাহাই সমবন্ধন। গোফণী বন্ধন পঞ্চাঙ্গী বন্ধন ক্ষার । রাসায়নিকের পক্ষেও মুশ্রত পরম আদরের সামঞ্জী। মুশ্রতের মৃঢ়, মধ্যম ও তীক্ষ্ণ ক্ষার প্রস্তুতপ্রণালী রসায়নের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। চরক ও মুশ্রত উভয়েই সজীকাক্ষার (carbonate of soda) sor Rolo (carbonatc cf potash) দুইটি পৃথক পদার্থ বলিয়া স্বীকার করিয়া গিয়াছেন। ইউরোপে এই দুইটি ক্ষার বহুদিবস পৰ্য্যন্ত একই পদার্থ বলিয়া স্বীকৃত হইয়া আসিতেছিল।