পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 ф. বৈজ্ঞানিক জীবনী চূণ একত্রে জাল দিয়া এখনও তীক্ষক্ষার প্রস্তুত হইয়া থাকে। তীক্ষক্ষার লৌহকলসীর মধ্যে মুখ বন্ধ করিয়া রাখিবার ব্যবস্থাও আধুনিক বিজ্ঞানসন্মত। তীক্ষক্ষার হীনবীৰ্যা (carbonated) হষ্টয়া যাইলে পুনরায় চূণের সহিত জাল দিবার ব্যবস্থা আছে। মুশ্রুত ক্ষারের গুণ সঠিক ভাবেই দিয়াছেন- ঈষৎ শ্বেতবর্ণ ও ff57 (soapy) i -- * * তেজপ্রশমন। (neutralisation) : অমরসের (acids) দ্বারা তীক্ষক্ষারের যে তেজপ্রশমন হয়, তাহাও সুশ্রুতের সময়ে আবিষ্কৃত হইয়াছিল। সুশ্রত ইছার কারণ বলিয়াছেন যে ক্ষার দ্রব্যে লবণরস আছে, সেই জন্য অমরসের সঠিত লবণরস সংযুক্ত হওয়াতে মাধুর্য্যগুণ প্রাপ্ত হইয়া তীক্ষতাবিহীন হক্টর থাকে। আধুনিক রসায়ন সপ্রমাণ করিয়াছে যে অম্ল ও ক্ষার সংযুক্ত হইয়া একপ্রকার নূতন পদার্থ উৎপন্ন হইয় থাকে, তাহাকে লবণ (salt) বলে। এই লবণজাতীয় পদার্থে অল্প বা ক্ষারের গুণ ন থাকাতে অন্ন ও ক্ষার সংযোগে তীক্ষতা দূরীভূত হয়। কায়চিকিৎসা | সুশ্রীতে অস্ত্রচিকিৎসা ছাড়া কায়চিকিৎসারও অনেক উপদেশ আছে । চরক পাঁচ শত ভেষজের উল্লেখ করিয়াছেন। সুশ্রুত সাঁইত্রিশ গণে প্রায় ৭৬০টি ভেষজের গুণবর্ণনা করিয়াছেন । এতদ্ভিন্ন সুশ্রতে বিবিধ লবণ, ছয় ধাতু ও বিবিধ খনিজ পদার্থ ঔষধরূপে ব্যবহৃত হইয়াছে। হে ঋষি ! শুনিয়াছি তুমি সাৰ্দ্ধ দ্বিসহস্ৰ বৎসর পূৰ্ব্বে আবিভূর্ত হক্টরাছিলে। কিন্তু তুমি এ মরজগতে চিরকালই অমর