পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 বৈজ্ঞানিক জীবনী বিজ্ঞানের সেবায় লাঞ্ছনার বন্ধন জয়মালা বলিয়া নতশিরে গ্রহণ করিয়াছিলেন মহাত্মা গেলিলিও তাঙ্গদের সর্বপ্রধান। শেষবয়সে তিনি একেবারে অন্ধ হইয়া গিয়াছিলেন, কিন্তু যৌবনে ও প্রৌঢ়ে র্তাহার উজ্জ্বল নয়নজ্যোতি নৈশগগণের অতুল সৌন্দর্য্যের ভিতর বিশ্বজগতের কত গুঢ় রহস্ত আবিষ্কার করিতে সমর্থ হইয়াছিল এখানে তাহারই কিঞ্চিৎ আলোচনা করিবার ইচ্ছা আছে । , coiffs (offi (Galico Galilei) sa 98 খৃষ্টাব্দে ইটালীর অন্তঃপাতী পিসানগরে জন্ম গ্রহণ করেন। তাহার পিতা ভিনসেনজে উচ্চকুলোদ্ভূত কিন্তু দরিদ্র ছিলেন ; অঙ্কশাস্ত্রে ও সঙ্গীতবিষ্ঠায় তাহার প্রবল অনুরক্তি ছিল। গেলিলিও এই দুইটি বিদ্যায় আসক্তি পিতার নিকট ভষ্টতে প্রাপ্ত হইয়াছিলেন। বাল্যকালেই গেলিলিওর বিজ্ঞানের প্রতি আসক্তি প্রকাশ পাইতে লাগিল। বালক গেলিলিওকে এটা সেট, ছোট ছোট খেলান, যন্ত্র প্রভৃতি প্রস্তুত করিতে সৰ্ব্বদাই দেথা যাইত। পুত্রের এইরূপ বিজ্ঞানাসক্তি দেখিয়া পিতা কিঞ্চিৎ ভীত হইতে লাগিলেন, কারণ তিনি জানিতেন যে, অঙ্গশাস্ত্রের বা বিজ্ঞানের সেবা করিলে অন্নসংস্থান হওয়া বড়ই মুকঠিন হইবে। তাহার সময়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যার অধ্যাপকের বাৎসরিক মাহিনী ছিল ২০০০ স্কুডি (প্রায় ৬৫০০ টাকা), আর অঙ্কশাস্ত্রের অধ্যাপকের মাহিনী মাত্র ৬০ স্কুডি বা ২১৫ টাকা, অর্থাৎ মাসিক ২০ টাকারও কম। সেইজন্য তিনি গেলিলিওকে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করিবার জন্ত স্বদেশের বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করিলেন। কিন্তু গেলিলিও বিজ্ঞান ও অঙ্কশাস্ত্র ছাড়িতে পারিলেন না। পিতার অজ্ঞাতসারে অসটিলিও রিসি (Ostillio Ricci) নামক