পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও ૨ (t একজন বিখ্যাত অঙ্কশাস্ত্রবিদের নিকট ইউক্লিডের জ্যামিতি অধ্যয়ন করিতে লাগিলেন। অল্পদিনের মধ্যে তিনি ইউক্লিড শেঘ করিয়া আর্কিমিডিসের গ্রন্থ আরম্ভ করিলেন। ক্রমে এই সংবাদ পিতার নিকট পন্থছিলে, তিনি পুত্রের বিজ্ঞানের প্রতি স্বাভাবিক অনুরাগ দেখিয়া অগতা পুত্রের মতেই মত দিলেন। পিতার অনুমতি পাইর বালক গেলিলিও অঙ্কশাস্ত্র ও পদার্থবিদ্য৷ আন্তরিক অনুরাগের সহিত পাঠ করিতে লাগিলেন এবং শীঘ্রই ঐ দুই শাস্ত্রে বিলক্ষণ পারদর্শী হইয়া উঠিলেন। শেষে তাহার পিতা যে ভয় করিয়াছিলেন তাহাই ঘটিল ছাব্বিশ বৎসর বয়সে গেলিলিও নির্দিষ্ট ২০ টাকা মাসিক বেতনে পিসা বিশ্ববিদ্যালয়ে অঙ্কশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হইলেন। সৰ্ব্বত্রই দেখিতে পাইতেছি “যাদৃশর্ভাবনা যন্ত সিদ্ধিৰ্ভবতি তাদৃশ”। গেলিলিও পিতার ইচ্ছানুযায়ী চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করিলে হয়ত কালে একজন বিচক্ষণ চিকিৎসক হইয়া অনেক অর্থ উপাৰ্জ্জন করিতে পারিতেন, কিন্তু বাস্তবিক পৃথিবীতে অর্থই কি জীবনের একমাত্র উপাস্ত দেবতা ? তিনি দারিদ্র্যকে বরণ করিয়া লইয়া যে অমূল্য সামগ্ৰী অক্ষয় কীৰ্ত্তি—লাভ করিয়াছিলেন, তাহা কুবেরের সমগ্র ভাণ্ডারের বিনিময়েও পাওয়া যায় না। * পেণ্ডুলামের নিয়ম আবিষ্কার । পঠদ্দশাতেই গেলিলিওর মৌলিক গবেষণা আরম্ভ হইয়াছিল। তিনি কুড়ি বৎসর বয়সের পূৰ্ব্বেই পেণ্ডুলামের গতির নিয়ম আবিষ্কার করিয়াছিলেন। ক্লক ঘড়ির পেণ্ডুলাম সকলেষ্ট দেখিয়াছেন ; এই পেণ্ডুলামের গতির উপর ঘড়ির ক্রিয় নির্ভর