পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও ≤ ማ হইলে নিশ্চয়ই বলিবেন—কেন, দশসেরা ওজনট একসের ওজনের দশগুণ আগে মাটিতে পড়িবে। গেলিলিওর আগে লোকে এইরূপই জানিত। বিখ্যাত প্রাচীন দার্শনিক এরিষ্টটলও (Aristotle) দশসেরা ওজন একসের ওজনের অপেক্ষ দশগুণ ভারী বলিয়া দশগুণ শাস্ত্র মাটিতে পড়িবে তাহাক্ট শিক্ষা দিয়ছিলেন । এরিষ্টটল অবহু পরীক্ষা করিয়া একথা লিথিয়া যান नाङ्के, কিন্তু তিনি যখন এই কথা বলিয়া গিয়াছেন তখন তাত; অভ্রান্ত বেদবাক্য। গেলিলিও বলিলেন—ন, তা হইতে পারে না ; দুইটা ওজনই একসঙ্গে মাটিতে পড়িবে। তাৎকালিক বিজ্ঞপুরুষের র্তাহাকে পাগল বলিয়া স্থির করিলেন এবং তাহার মতের জন্ত তাহাকে বিবিধপ্রকারে উপহাস করিতে ক্ৰটি করিলেন না। একদিবস তিনি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অধ্যাপকগণকে সঙ্গে লইয়া পিসারণ সুবিখ্যাত “লিনিং টাওয়ারে” (I.eaning tower) উপস্থিত হইলেন । এই বৃহৎ স্তম্ভটি আটতাল উচ্চ ও একদিকে হেলিয়া আছে । তিনি একটি পঞ্চাশ সের আর একটি আধ সের ওজনের গোলা লইয়৷ এই স্তম্ভের উপরে উঠিলেন এবং উপরে গিয়; একই সময়ে তাহাদিগকে ছাড়িয়, দিলেন। সকলেই মনে করিয়াছিল যে গেলিলিও এই ব্যাপারে হাস্তাম্পদ হইয়া যাইবেন ; কিন্তু যখন সকলে দেখিতে পাইলেন যে গোলা দুইটি একসঙ্গে ধমাস করিয়া মাটিতে পড়িয়া গেল তখন র্তাহারা নিজেরাই বোকা বনিয় গেলেন। তাহারা স্পষ্ট দিবালোকে ব্যাপারটি স্বচক্ষে দেখিয়াও গেলিলিওর কথায় বিশ্বাস করিলেন না ; নানারূপ বাক্যজালে তাহদের ভ্রান্ত ধারণায়ই পোষকতা করিতে লাগিলেন। অন্ধবিশ্বাস প্রস্তরখণ্ডের স্থায়ষ্ট