পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રાઝ বৈজ্ঞানিক জীবনী অচল ; জ্ঞানের খরস্রোতে না পড়িলে উগকে ভাসাইয়া লইয় যাওয়া বড়ই দুষ্কর। একথা যেমন সমাজ ও ধৰ্ম্মসম্বন্ধে সতী, প্রিজ্ঞানসম্বন্ধেও যে অসতা তাহ নঙ্গে । দশ সের ও এক সের ওজনের দ্রবা একসঙ্গে কেন মাটিতে পড়িয়া থাকে তাঙ্গ অতি সহজে পাঠকবর্গকে বুঝাইয়া দেওয়া যাইবে । মনে করুন আপনি এক সের ওজনের এগারটি রেল প্রস্তুত করিয়াছেন এবং এই এগারটি বলকে একসঙ্গে একজায়গা হইতে ফেলিয় দিলেন। অবশু সকলগুলিষ্ট একসঙ্গে মাটিতে পড়িবে। তাঙ্গার পর উচ্চাদের দশটি একসঙ্গে জুড়িয়া দিলেন এবং এই জোড় বল ও বাকি বলটিকে একসঙ্গে ছাড়িয়া দিলে উহার একসঙ্গে পড়িবে না কেন ? যে দশটি বলকে একসঙ্গে জুড়িয়া দিয়াছেন, তাহাদিগকে এখন জোড়া হইয়াছে বলিয়া কি দশগুণ আগে পড়িবে ? কখনই না । " সেইরূপ একখণ্ড কাগজ ও একটা টাকা একসঙ্গে মাটিতে পড়িবে। তবে এক্ষেত্রে বাতাসের দরুণ কাগজখণ্ড বাতাসে উড়িতে থাকিবে। যদি বায়ুনিষ্কাশণ যন্ত্ৰে (air pump) বায়ুকে নিষ্কাশিত করিয়া দেওয়া যায় তাহা হইলে টাকাটি ও কাগজের টুকরা ঠিক একই সঙ্গে পড়িয়া যাইবে । বিজ্ঞানের প্রত্যেক ছাত্র এই পরীক্ষণটি কলেজে দেখিয়া থাকেন । গেলিলিও পিসায় অবস্থানকালে পতনশীল দ্রব্যের (falling bodies) পতন সম্বন্ধে আরও অনেক গবেষণা করিতে লাগিলেন —ফলে অনেক নূতন তথ্য আবিষ্কৃত হইল। কিন্তু যতই তিনি নূতন নুতন তথ্য আবিষ্কার করিতে লাগিলেন, তাহার শক্রবর্গ তাহার উপর ততই থভৃগহস্ত হইতে লাগিলেন। তিনি তিন