পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও ఫి $ বৎসরের জন্য অধ্যাপকপদে নিযুক্ত হইয়াছিলেন, কিন্তু তিন বৎসর শেষ হইতে না হক্টতে তিনি পদত্যাগ করিতে বাধা হইলেন। এই সময়ে তাহার পিতার মৃত্যু হয়, সংসারে একটি ভ্ৰান্ত ও তিনটি ভগিনী। তাঙ্গদের আর্থিক অবস্থা বড়ই শোচনীয় হইয়| উঠিল । সৌভাগ্যবশতঃ ভেনিসের মন্ত্রণাসভা তষ্ঠার সুনাম শুনিয়া ১৫৯১ খৃষ্টাব্দে তাহাকে পঢ়য়া বিশ্ববিদ্যালয়ের অঙ্কশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত করিলেন। এখানে তিনি আঠার বংসরকাল কৰ্ম্ম করিয়াছিলেন এবং সেক্ট সময়ের মধ্যে তিনি দূরবীক্ষণযন্ত্র (telescope) আবিষ্কার করিয়া তাঙ্গার সাহাযো জ্যোতিষশাস্ত্রে এক নতন যুগ আনয়ন করিতে সমর্থ ইষ্টয়াছিলেন। দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার। গেলিলিও পত্নয়াতে মাত্র দুই বৎসর অধ্যাপকতা করিয়াছেন এমন সময়ে বিজ্ঞানজগতে একটি লোমহর্ষণ ঘটনার অভিনয় হইয়া গেল। পূৰ্ব্বেষ্ট বলা হইয়াছে যে, ইউরোপে পঞ্চদশ খৃষ্টাব্দে কোপাণিকাস প্রচার করিলেন-পৃথিবী সচল ও স্বর্যোর চতুৰ্দ্দিকে ভ্রমণ করিতেছে বলিয়া স্বর্য্যের উদয় ও অস্ত হইতেছে। র্তাহার পূর্ববৰ্ত্তী জ্যোতিষীগণ এবং বাইবেল উপদেশ দিয়াছেন যে পৃথিবীই এই জগতের কেন্দ্রস্থল। চন্দ্র, স্বৰ্য্য, গ্রহ, নক্ষত্র সমস্তই পৃথিবীর চতুর্দিকে ভ্রমণ করিতেছে। কোপাণিকাস র্তাহার প্রণীত পুস্তক প্রকাশিত হইবার অল্পকাল মধ্যে ইহলোক ত্যাগ করেন, নচেৎ এই ধৰ্ম্মশাস্ত্রের উপদেশের প্রতিকুল মতের আবিষ্কৰ্ত্তাকে নিশ্চয়ই নিৰ্য্যাতন সহ করিতে হইত। র্তাহার মৃত্যুর পর বিখ্যাত জ্যোতিষী টাইকে ব্রাহী তাহার মতের পোষকতা