পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e বৈজ্ঞানিক জীবনী (ع করিতে গিয় দেশ হইতে নিৰ্ব্বাসিত হইয়াছিলেন। টাইকো ব্রাহী, কেপলার ও গেলিলিওর সমসাময়িক গিওর্ডানো ব্রুনো (Giordano Bruno) zif TĘ FER QISHẢ Nosfītāfst সৰ্ব্বসমক্ষে কোপার্নিকাসের মত প্রচার করিতে লাগিলেন। তিনি স্পষ্টবক্তা লোক ছিলেন, ভয় কাহাকে বলে জানিতেন না। যখন তিনি বাইবেলের বিরোধী মত প্রচার করিতে নিমিদ হইলেন, তখন তিনি উত্তর করিলেন যে বাইবেল মানুষকে ভগবানকে ভালবাসিতে ও পবিত্রজীবন অতিবাহিত করিতে শিক্ষা দিবার জন্য লিখিত হইয়াছে, বিজ্ঞানের রহস্ত নিৰ্দ্ধারণকল্পে রচিত হয় নাই । রোমান ক্যাথলিক খ্ৰীষ্টানধৰ্ম্মের প্রধান পুরোহিত হইতেছেন রোমের পোপ। তখনকার দিনে ধৰ্ম্মদ্বেষীদের বিচারের জন্ত “ইনকুইজিশন” (Inquisition) নামক এক বিচারালয় ছিল । এখানকার বিচারকগণ উচ্চপদস্থ ধৰ্ম্মপ্রচারক ছিলেন । এই বিচারালয়ে ধৰ্ম্মদ্বেষী ব্রুনোর বিচার হয়। বিচারের ফলে তাহাকে ছয় বৎসর কারারুদ্ধ করা হয়। তখনও নির্ভীক চিত্তে নিজের মতের পোষকতা করাতে র্তাহাকে ১৬০০ খ্ৰীষ্টাব্দে ১২ই ফ্রেব্রুয়ারী জলন্ত অগ্নিতে দগ্ধ করা হয় । গেলিলিও যৌবনকাল হইতে কোপাণিকাসের মতের পরিপোষক ছিলেন। সেইজন্য ব্রুনোর এই শোচনীয় মৃত্যু সংবাদে তিনি নিজে যে বিচলিত হন নাই এমন বোধ হয় না। গেলিলিও বহুদিবস যাবৎ কোপাণিকাসের মত সমর্থন করিবার জন্ত নূতন প্রমাণ সংগ্ৰহ করিতেছিলেন। তিনি র্তাহার সমসাময়িক প্রসিদ্ধ জ্যোতিষী কেপলারকে একখানি পত্রে লিথিয়াছিলেন যে, “আমি