পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও (EE একটু বিচিত্র। হলগু দেশে জ্যানসেন ও লিপারসে নামক দুইজন চশমাবিক্রেতা বাস করিত। প্রবাদ এই যে জ্যানসেনের ছেলেপিলের এক দিবস দুইখানা আতসী কাচ লইয়া খেলা করিতে করিতে দেখিতে পাইল যে, কাচ দুইখানা এক ভাবে ধরিলে সন্মুখের গির্জার চূড়াটা খুব নিকটস্থ ও উন্ট দেখা যায়। তাহার এই আশ্চৰ্য্য ব্যাপার দেখিয়া তাহাদের পিতাকে সংবাদ দিল। এই সংবাদ পাইয়া জানসেন ও লিপারসে কাচ দুইখানি একখানি কাষ্ঠে বসাইয়া চশমার দোকানে নুতন খেলান বলিয়া রাখিয়া দিল। একদিন মাকুইস স্পিনোলা নামক একজন সন্ত্রান্ত ব্যক্তি দোকানে গিয়া খেলানটি ক্রয় করিয়া আনিয়া যুবরাজ মরিসকে দেখাইলেন। যাহা হউক এই চশমাধিক্রেতাদের খেলানার সংবাদ অস্পষ্টাকারে গেলিলিওর নিকট পহুছিয়াছিল। গেলিলিও এই সংবাদে এত বিচলিত হইয়া পড়িয়াছিলেন যে সমস্ত রাত্রি তিনি এই বিষয়ে ভাবিতে লাগিলেন। প্রাতে উঠিয়া আতস কাচ লইয়া পরীক্ষায় ব্যস্ত হইয়া পড়িলেন। তিনি ভাবিয়া ঠিক করিয়াছিলেন যে যখন এই খেলানায় দূরের গির্জার চুড়া নিকটে দেখায়, তখন বহুদূরস্থিত আকাশের নক্ষত্রাবলী কি এই যন্ত্রের সাহায্যে নিকটস্থ দেখাইবে না ? তাহ যদি হয়, তাহা হইলে আকাশমার্গের কত গুঢ় রহস্তষ্ট ন প্রকাশিত হইয়া পড়িবে, কত অজানিত জগৎ সম্মুখে দেখা যাইবে, চন্দ্র, স্বৰ্য্য, গ্রহনক্ষত্রের কত নুতন অদ্ভুত সংবাদই না সংগৃহীত হইবে। এইরূপ ধারণ র্তাহাকে একেবারে চঞ্চল করিয়া ফেলিল। তিনি ক্ষাস্ত থাকিতে পারিলেন না। তাহার নিকট অর্গান বাজাইবার একটা নল ছিল, অনেক চেষ্টার পর নলের একমুখে একখানি উন্নতোদর (convex) লেন্স ও আর N)