পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও ○○ দ্বিগুণ বৃদ্ধি করিয়া তাহার অধ্যাপকতা আজীবনস্থায়ী করিয়া দিলেন। o তাহার পর তিনি যাঙ্গতে উগ অপেক্ষা কার্যকরী যন্ত্র প্রস্তুত করিতে পারেন তাহারই চেষ্টা করিতে, লাগিলেন, নিজেই লেন্স ঘসির স্বহস্তে আর একটি যন্ত্র প্রস্তুত করিয়া ফেলিলেন। এই যন্ত্রর দ্বারা এখন তিনি রাত্রির পর রাত্রি বিনিদ্র অবস্থায় সুনীল অম্বরের সৌন্দর্য্য পরীক্ষা করিতে লাগিলেন। r বিজ্ঞানের প্রত্যেক ছাত্রই গেলিলিওর দূরবীক্ষণ যন্ত্রের ক্রিয়৷ অবগত আছেন। সাধারণ পাঠককে দুই এক কথায় মোটামুটি অনেকটা বুঝাইয় দেওয়া যায়। সাধারণ আন্তসী কাচ সকলেষ্ট দেখিয়াছেন- তাহা উন্নতোদর লেন্স। যদি আতসী কাচের দ্বার স্বৰ্য্যরশ্মি সংযত করা যায়, তাহ হইলে সুৰ্য্যের একটি ছোট গোল সাদা ছবি অপর দিকে পড়িয়া থাকে। উহাউণ্ট । এষ্ট নিকটস্থ উণ্ট ছবি আর একখানি উন্নতোদর লেন্সের ভিতর দিয়া দেখিলে উণ্ট এবং বড় দেখায়। দূরবীক্ষণ যন্ত্রে একখানি উন্নতোদর ও একখানি নতোদর লেন্স ব্যবহৃত হওয়াতে সোজা ছবি পাওয়া গিয়াছিল। চশমাবিক্রেতা দুইখানিই উন্নতোদর লেন্স ব্যবহার করাতে ছবি উন্ট হইয়াছিল। আজ যে সকল । বৃহৎ হইতে বৃহত্তর দূরবীক্ষণ যন্ত্রের সাহাৰ্য্যে ভ্রমণশীল জ্যোঙ্গি মণ্ডলীর, অনন্ত সৌরজগতের, স্বষ্টিস্থিতিলয়সম্বন্ধে অশ্রুতপূৰ্ব্ব অচিন্তনীয় সংবাদ মানবের প্রত্যক্ষের মধ্যে আসিতেছে, সেই দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কৰ্ত্ত যে দেশে জন্মগ্রহণ করিয়াছিলেন, সে দেশ যে রত্নপ্রস্থ তাহাতে সন্দেহমাত্র নাই।