পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• বৈজ্ঞানিক জীবনী অপর অংশ অস্পষ্ট দেখা যায়। গেলিলিও বলিলেন এরূপ দেখা যাইবার কারণ আর কিছুই নহে-পৃথিবীর কিরণ চাদে পড়িয়া চাদে “পৃথিবীজোৎস্নার” উদয় হইয়া থাকে। আমরা যেমন পৃথিবী হইতে চাদ দেখি, চাদে যদি কোনও জীব থাকিত তাহা হইলে তাহারাও সেইরূপ আলোকময় পৃথিবী দেখিত। কেবল পৃথিবী তাহাদের কাছে চন্দ্র অপেক্ষ বেশী উস্কুল ও প্রায় যোলগুণ বড় দেখাইত। e গেলিলিওর এই সকল অদ্ভুত আবিষ্কারের সংবাদ তাৎকালিক পণ্ডিতবর্গের মধ্যে কাটা ঘায়ে কুনের ছিটার মত পড়িল । জ্ঞানের বৃদ্ধির প্রয়োজন কি—যদি চন্দ্রকে এইরূপে স্বর্গের দেবতার আসন হইতে পদচ্যুত হইতে হয়! কোপার্নিকাসের বিরুদ্ধবাদীরা বলিতেন যে পৃথিবী একটি গ্রহ হইতে পারে না, কারণ অন্তান্ত গ্রহের স্তায় উহার কিরণ নাই। গেলিলিও “পৃথিবীকিরণ” আবিষ্কার করাতে র্ত্যতাদের আর একটি অবলম্বন খসিয়া পড়িল । - গেলিলিও তাহার দূরবীক্ষণ যন্ত্র এখন নভোমণ্ডলের চতুৰ্দ্দিকে ফিরাইতে লাগিলেন। চতুৰ্দ্ধিকেই নূতন নূতন তারকা আবিষ্কৃত হইতে লাগিল। সুনীল নভোমণ্ডলের মেখলাস্বরূপ · “ছায়াপথ”--যাহ কবিকল্পনায় দেবতাদিগের স্বর্গের রাজবস্তু/ বলিয়া কল্পিত হইয়া আসিয়াছে গেলিলিওর যন্ত্রের সাহায্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তারকার সমষ্টি বলিরা ধরা পড়িল । কোন কোনও তারকা চৰ্ম্মচক্ষে একটি বলিয়া প্রতিভাত হইয়া থাকে, গেলিলিও দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে উহাতে দুইটি তারক দেখিতে পাইলেন। -