পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও 83. w করিলেনই না, উপরন্তু গেলিলিওর উপর তাহদের আক্রোশ বৰ্দ্ধিত হইতে লাগিল। র্তাহারা দেখিলেন যে যদি গেলিলিওর মত গ্রহণ করিতে হয়, তাহ হইলে পৃথিবীকে অনন্ত জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে একটা অতি ক্ষুদ্র পদার্থ বলিয়া স্বীকার করিতে হইবে। কিন্তু বহুকাল হইতে র্তাহারা শিখিয়া আসিতেছেন যে পৃথিবীই জগতের কেন্দ্রস্থল, এই অগণ্য তারকামণ্ডলী রাত্রিতে পৃথিবীকে আলোক প্রদান করিবার জন্তই হজিত হইয়াছে। এত বড় মতের পরির্তন কি সহজে হয় ? “fools (Saturn's ring ) তাহার পর গেলিলিও শনিগ্রহের দিকে তাহার যন্ত্র ফিরাষ্টলেন। তিনি শীঘ্র আবিষ্কার করিয়া ফেলিলেন যে এই গ্ৰহ একটি মাত্র তারকা নহে, উহার দুই পাশে আরও দুইটি ছোট ছোট তারকা আছে। পরে জানা গিয়াছে যে এই দুইটি পদার্থ শনি বলয় তারক নহে, উহার এই গ্রহের চারিদিকে যে গোলাকার বলয় (ring ) আছে, তাহারই দুই প্রান্তভাগ মাত্র। গেলিলিওর