পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 বৈজ্ঞানিক জীবনী দূরবীণ যন্ত্র সমধিক উৎকৃষ্ট না হওয়াতে সমগ্র শনিবলয় গেলিলিওর দৃষ্টিপথে পতিত হয় নাই। ১৬৫৯ খৃষ্টাব্দে প্রসিদ্ধ জ্যোতিষী হিউজেস বৃহত্তর দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সম্পূর্ণ শনিবলয় আবিষ্কার করেন। এই সমস্ত অশ্রুতপূৰ্ব্ব অচিন্তনীয় আবিষ্কার গেলিলিও প্রায় এক বৎসরের মধ্যে করিয়া ফেলিয়াছিলেন। এই এক বৎসরের o С) о g গেলিলিও কর্তৃক দৃষ্ট শনিবলয় । মধ্যে পরীক্ষামূলক জ্যোতিষের কিরূপ দ্রুত উন্নতি সাধিত হইয়াছিল তাঙ্গ উপরোক্ত আবিষ্কারকাঙ্গিনী হইতে সম্যক উপলব্ধি হইবে । তঁহার বিরুদ্ধবাদীদের অবিশ্বাস সত্ত্বেও বহু ছাত্র তাহার শিষ্য হইলেন। ইউরোপে সৰ্ব্বত্র তাহার আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র নিৰ্ম্মিত হইতে লাগিল এবং বিভিন্ন দেশের জ্যোতিষীবর্গ গেলিলিওর তাবৎ আবিষ্কার নিজ নিজ পরীক্ষার দ্বারা সপ্রমাণিত করিতে লাগিলেন। প্রবল বস্তার স্রোত কি বালির বাধে রোধ করা যায় ? সূৰ্য্য zoo (Sun-spots) তাহার পর বৎসর ১৬১১ খৃষ্টাব্দে গেলিলিও স্বৰ্য্যের দিকে তাহার দূরবীক্ষণ যন্ত্র ফিরাইলেন। হায়! হায়! গেলিলিও করিলে কি ? যে স্বৰ্য্য কবিকল্পনায় দেবতার আসনে উপবিষ্ট,