পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও 8@ যিনি সপ্তাশ্বসংযুক্ত রথে আরোহণ করির প্রভাতকালে পূর্বদিকে উদিত হইয়া প্রবল প্রতাপে রথনেমির গম্ভীর নির্ঘোষে, নভোমণ্ডল প্রতিধ্বনিত করিয়া বিচরণ করিতে করিতে সন্ধ্যাকালে স্বীয় আলয়ে প্রবেশ করিয়া থাকেন, র্যাহার পূজা, হোম, তপ অতি প্রাচীন যুগ হইতে এখনও পৃথিবীর নানাস্থানে প্রচলিত, র্তায়ারই প্রতি তুমি ক্ষুদ্র মানব হইয়া তোমার যন্ত্র ফিরাইতে সাহসী হইলে ? তোমার বিরুদ্ধবাদীরা তোমায় যদি একেবারে হত্যা করিয়া না থাকে, তাঙ্গ হইলে তাঙ্গদের নিতান্ত দয়ার শরীর বলিয়া আমরা তাহদের প্রশংসাই করিষ। গেলিলিও পরীক্ষা করিতে করিতে সূর্য্যের মধ্যে কতকগুলি দাগ বা কলঙ্ক (Sun-spots) দেখিতে পাইলেন । এই দাগগুলি সকল সময়ে একরূপ থাকে না, কখনও কখনও কতকগুলি মিলিয়া এক হইয়া যায়, কখনও কখনও একটাই ভাঙ্গিয় অনেকগুলিতে পরিণত হয়। গেলিলিও কেবল এক্ট দাগগুলি আবিষ্কার করিয়া ক্ষান্ত হইলেন না। তিনি দেখিতে পাইলেন যে, এষ্ট দাগগুলি ক্রমে ক্রমে মিশাইয়া গিয়া পুনরায় আটাইশ দিবস পরে আবার দৃষ্ট হইয়া থাকে। ইগর দ্বারা তিনি সহজেই সপ্রমাণ করিলেন যে, আটাইশ দিনে স্বৰ্য্য নিজের মেরুদণ্ডের উপর একবার ঘুরিয়া আসে। গেলিলিওর বিচার । এতক্ষণ আমরা গেলিলিওর বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী বিবৃত করিয়া আনন্দলাভ করিয়াছিলাম। এখন হইতে তাহার দুঃখপূর্ণ জীবনকাহিনীর পরিচয় দিয়া অশ্রজলের