পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

さ3や2 বৈজ্ঞানিক জীবনী t সহিত র্তাহার পূণাময় স্মৃতির নিকট বিদায় গ্রহণ করিতে হইবে। - - ১৬১০ খৃষ্টাব্দ পর্যন্ত আঠার বৎসর কাল তিনি পদ্ধয়াতে অবস্থিতি করিয়াছিলেন। ঐখানেই তিনি দূরবীক্ষণ যন্ত্র, চন্দ্রমণ্ডলে পৰ্ব্বতের অবস্থিতি ও বৃহস্পতিগ্রঙ্গের উপগ্রহ আবিষ্কার করিয়াছিলেন। ক্রমে এই সকল গবেষণায় তাহার মস্তিষ্ক : ও মন অহোরাত্র এত ব্যস্ত থাকিত যে, বিশ্ববিদ্যালয়ে অনবরত ছাত্রদিগের বক্তৃতা দেওয়া তাহার নিকট বিরক্তিজনক হইয়৷ উঠিল। এখন তিনি বিজ্ঞানের সেবায় সমস্ত সময় কিরূপে অতিবাহিত করিতে পারিবেন তাহাই চিন্তু করিতে লাগিলেন । এমন সময় তাহারই শিষ্য ও বন্ধু টস্কানীর গ্র্যাগুডিউক দ্বিতীয় কসমো (Cosmo II) তাহাকে স্বীয় রাজধানী ফ্লোরেন্সে যাইবার জন্ত আহবান করিলেন। গেলিলিওর জন্মস্থান পিসানগরী ফ্লোরেন্সের অতি সন্নিকট এবং টস্কানীর অন্তর্গত ; সুতরাং এই নিমন্ত্রণ তিনি সাদরে গ্রহণ করিলেন । কিন্তু ফ্ররেন্সে প্রত্যাগমন তাহার পক্ষে যতই সুবিধাজনক হউক না কেন, পদুয়া নগরী পরিত্যাগ র্তাহার জীবনের প্রধান ভ্রমের কার্য্য হুইয়াছিল, কারণ টস্কানী রোমান ক্যাথলিক ধৰ্ম্মের একচ্ছত্র রাজা পোপের ক্ষমতার অধীন ছিল। অপর দিকে ভেনিস রাজ্য প্রজাতন্ত্রের । দ্বারা শাসিত এবং পোপের ক্ষমতার বিরোধী ছিল। পদুয়া নগরী এই ভেনিস রাজ্যের অন্তর্গত থাকায় তিনি মাতৃক্রোড়ে শিশুর মত পোপের রোষাগ্নি হইতে নিরাপদ ছিলেন। পদুয়া পরিত্যাগের পর হইতেই তিনি পোপের ক্ষমতার অধীন হইয়৷ পড়িলেন। র্তাহার বন্ধুবান্ধব কতই উপরোধ অনুরোধ করিলেন,