পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ե- বৈজ্ঞানিক জীবনী যে তাহার সৌভাগারবি এইবার মেঘমুক্ত হইয়া গিয়াছে । তিনি আরও কিছুকাল রোমে থাকিয় সকলকে নিজের মত বুঝাইবার চেষ্টা করিতে লাগিলেন। ইহাতে র্তাহার বিপক্ষপক্ষীয় অনেক উচ্চপদস্থ ধৰ্ম্মযাজক ক্রমশঃ তাহার উপর খড়গহস্ত হইয় উঠিলেন। এখন তাহার কোপার্ণিকাসের মত বাইবেলবিরোধী কিনা এই মূল প্রশ্নের মীমাংসার জন্ত পোপকে পীড়াপীড়ি করিতে লাগিলেন। গেলিলিও এই প্রশ্নের মীমাংসার অপেক্ষীয় রোমে বিলম্ব করিতে লাগিলেন । তিনি বুঝিতে পারিলেন না যে তাহার অবস্থিতি ইঁহাদের কাছে অতি তিক্ত বলিয়া বোধ হইতেছিল। তিনি স্বকীয় নুতন মতের দ্বারা এরূপ অনুপ্রাণিত হইয়া উঠিয়াছিলেন যে, কোন পথ তাহার পক্ষে শ্রেয় তাহ তিনি বুঝিয়া উঠিতে পারিলেন না। অবশেষে স্থিরীকৃত হইল যে কোপার্ণিকাসের মন্ত বাইবেলবিরোধী। কোপার্নিকাসের এবং কেপলারের গ্রন্থের প্রচার বন্ধ করিবার জন্য অনুজ্ঞা প্রচারিত হইল । গেলিলিওর প্রতি আদেশ হুইল যে তিনি আর কখনও পৃথিবীর সচলত সম্বন্ধে শিক্ষা দিতে পারিবেন না । গেলিলিও ভগ্নহৃদয়ে ফ্লোরেন্সে ফিরিয়া আসিলেন। তিনি আদে ধৰ্ম্মদ্বেষী ছিলেন না, এবং তাহার মত বাইবেলের কোনও এক অংশের বিপরীত বলিয়া নিজে দুঃখিতও ছিলেন ; কিন্তু তাই বলিয়া তিনি য়াহা সত্য বলিয়া জানিতেন তাহা পরিত্যাগ করেন কি করিয়া ? সে যাহা হউক গেলিলিও রোম হইতে ফিরিয়া আসিয়া অনেকটা নিরুপদ্রবে কাল কাটাইতেছিলেন। ১৬২৩ খৃষ্টাব্দে পুরাতন পোপ স্বৰ্গারোহণ করেন এবং কার্ডিনাল বার্বেরিনো