পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

£o বৈজ্ঞানিক জীবনী না। ১৬৩৩ খৃষ্টাব্দে ১৪ই ফেব্রুয়ারী তিনি রোমে পহুছিলেন। সেখানে পহুছিয়াই তিনি বাটার বাহির হইতে নিষিদ্ধ হইলেন। জুন মাসে ইনকুইজিশন নামক বিচারালয়ে তাহার রীতিমত বিচার আরম্ভ হইল। পূর্বেই বলা হইয়াছে যে মধ্যযুগে রোমান ক্যাথলিক ধৰ্ম্ম সম্প্রদায়ের মধ্যে ধৰ্ম্মদ্বেষীগণের জন্ত যে বিচারালয় প্রতিষ্ঠিত ছিল তাহাই ইনকুইজিশন নামে অভিহিত झ्झेऊ । - d এখানকার বিচারপদ্ধতি স্থূলতঃ সাত ভাগে বিভক্ত করা যাইতে পারে। প্রথম। অপরাধীকে বিচারালয়ে তাহার অপরাধ জ্ঞাত করান ও সেই অপরাধের প্রায়শ্চিত্ত করিতে স্বীকৃত না হইলে তাহাকে নিৰ্য্যাতনের (terture) ভয় প্রদর্শন করা। দ্বিতীয়। নিৰ্য্যাতন করিবার ঘরের দ্বার পর্যন্ত অপরাধীকে লইয়া গিয়া পুনরায় নিৰ্য্যাতনের ভয় প্রদর্শন করা। তৃতীয়। ঘরের মধ্যে লইয়া গিয়া নিৰ্য্যাতনোপযোগী যন্ত্রাদি প্রদর্শন করা। চতুর্থ। বস্ত্রাদি খুলিয়া ফেলিয়া অপরাধীকে নিৰ্য্যাতন যন্ত্রে বদ্ধ করা। পঞ্চম । নিৰ্য্যাতন ক্রিয়া । এইরূপ নিৰ্য্যাতন ক্রিয়ার পরেও যদি অপরাধী স্বীয় অপরাধ স্বীকার না করে ও অনুতপ্ত না হয়, তাহা হইলে নিম্নলিখিত চরম দণ্ড তাহার জন্ত বিধিবদ্ধ ছিল । যষ্ঠ । কয়েক বৎসর কারারুদ্ধ করা । সপ্তম। অগ্নিতে জীবন্ত অবস্থায় পুড়াইয়া মারা ।