পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও сУ ২১এ জুন গেলিলিও এই ভয়াবহ বিচারালয়ের সন্মুখে উপস্থিত হন এবং ২৪এ ঐ স্থান হইতে বাহির হইরা আইয়েন। এই বিচারের সময় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকিত এবং অপরাধীও সমস্ত বিষয় গোপন রাখিতে প্রতিজ্ঞাবদ্ধ হইত । বিচারালয়ের খাতপত্রও লোকচক্ষুর অগোচর । সেইজন্ত এই তিন দিবস গেলিলিওকে প্রকৃত নিৰ্য্যাতন সহ্য করিতে হইয়াছিল কি না তাহ জানিবার কোনও উপায় নাই। আশা করি বিচারকগণ এই পুণ্যশ্লোক বৈজ্ঞানিকশ্রেষ্ঠ বৃদ্ধকে নিৰ্য্যাতনের অনুজ্ঞা দিয়া নিজেদের রসনা কলঙ্কিত করেন নাই। এই সময় দারুণ দুশ্চিন্তায় তাহার শরীর ও যন একেবারে ভগ্ন হইয়া গিয়াছিল, উপরন্তু তাহার স্নেহময়ী কন্যা ক্রমাগত তাহাকে বগুত স্বীকার করিবার জন্য অনুরোধ করিয়া পাঠাইতেছিলেন । নানা কারণে গেলিলিও আর যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া বিচারকগণকে বলিলেন, “আপনার আমায় যাহা বলিতে আজ্ঞা করিবেন আমি তাহাই বলিতে প্রস্তুত আছি।” তখন বিচারপতিগণ র্তাহার প্রতি নিম্নলিখিত আদেশ প্রদান করিলেন। প্রথম। গেলিলিও পৃথিবীর সচলত সম্বন্ধে যে মত ও বিশ্বাস প্রচার করিয়া আসিয়াছেন তাহা প্রত্যাহার করিতে হইবে । দ্বিতীয় | যাবজ্জীবন কার্যাত না হউক অন্তত নামত কারারুদ্ধ থাকিতে হইবে । তৃতীয়। সাতটি অনুতাপস্থচক প্রার্থনাসঙ্গীত প্রতি সপ্তাহ আবৃত্তি করিতে হুইবে । দশ জন কার্ডিনাল নামক উচ্চ উপাধিধারী ধৰ্ম্মযাজক