পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও (లి গেলিলিওর এই প্রতিজ্ঞাপত্র প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদিগের নিকট পঠিত হইবার জন্ত প্রেরিত হইল। গেলিলিওর তাৎকালিক ভীষণ মানসিক অবস্থার চিত্র চিত্রকরের তুলিকায় অঙ্কিত হইবার নহে। তাহার হৃদয় লজ্জায়, রোষে, ক্ষোভে, অপমানে একেবারে ভাঙ্গিয়া গিয়াছিল। তিনি রোমে কিছুকাল অবরুদ্ধ থাকিয়া সীনা নামক স্থানে প্রেরিত হন। সেখান হষ্টতে র্তাহার পল্পীভবন আরসেক্রী নামক স্থানে যাইতে অনুজ্ঞা প্রাপ্ত হন। এখানে তাহার স্নেহময়ী কন্যা তাস্থার শুশ্ৰুষা করিতে থাকেন। কিন্তু বিধাতা গেলিলিওকে বৃদ্ধবয়সে কষ্ঠাশোকও দিলেন। ছয় দিবস যাইতে না যাইতে স্নেহময়ী কস্তা বৃদ্ধ পিতার বক্ষে মস্তক রাখিয়া অনন্ত নির্দায় অভিভূত হইলেন। অপমানিত, ভগ্নহৃদয়, জরাগ্রস্ত গেলিলিওর তত্ৰাচ কৰ্ম্মে অনাসক্তি ছিল না। অবরুদ্ধ অবস্থাতেই তিনি গতিশীল দ্রব্যের *ifoão fossi (Laws of motion ) সুস্পষ্ট ও সঠিকভাবে লিপিবদ্ধ করিয়া একথানি গ্রন্থ রচনা করেন। এক হিসাবে ,এই গ্রন্থখানিই তাহার শ্রেষ্ঠ বৈজ্ঞানিক গ্রন্থ। যৌবনে তিনি পেণ্ডুলায়ের সমগতিত্ব ও পতনশীল দ্রব্যের গতিসম্বন্ধীয় নিয়ম (Laws of falling bodies ) afișİR EfBiffMzF FR অধুন গতিশীল দ্রব্যের গতির নিয়মগুলি আবিষ্কার করিয়া তিনি গতিবিজ্ঞানের ( dynamics ) জন্মদান করিয়া গেলেন। যদিও এই শেষোক্ত নিয়মগুলি ইংলণ্ডের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, মাধ্যাকর্ষণের আবিষ্কর্তা নিউটনের দ্বারা সম্যকরূপে আলোচিত হওয়াতে র্তাহার নামেই প্রচলিত, কিন্তু ঐগুলি গেলিলিওর এই গ্রন্থ হইতে যে গৃহীত তাহাতে সন্দেহ নাই। এই অমূল্য গ্ৰন্থখানি গেলিলিও নিজে