পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও ce তখন র্তাহার বয়স মাত্র উনত্রিশ বৎসর ছিল ; বৃদ্ধ বয়সে যখন তিনিও অন্ধ হইয় তাহার অমর কবিতাবলী স্বীয় কন্যাগণকে লিখিতে বলিতেন, তখন নিশ্চয়ই ইটালীর এই ঋষিকয় অন্ধবৈজ্ঞানিকের চিত্র তাহার স্মৃতিপটে উদিত হইত। অবশেষে তাহার মুক্তির দিন আসিয়া দেখা দিল। আটাত্তর বৎসর বয়ঃক্রমকালে ১৬৪২ খৃষ্টাব্দের ৮ই জানুয়ারী তাহার অমর আত্মা নশ্বর দেহ পরিত্যাগ করিয়া স্বর্গগত হইল। গেলিলিও মৃত্যুর শীতল অঙ্কে বিশ্রামলাভ করিয়া জীবনের সকল জাল যন্ত্রণা হইতে মুক্ত হইলেন। মৃত্যুর পরেও র্তাহার বৈরীগণ র্তাহার উপর কৃপাদৃষ্টি করেন নাই। প্রথমে তাহারা তাহার যথারীতি সৎকার করিতে না দিবার চেষ্টা করিয়াছিলেন ; তাহাতে অকৃতকাৰ্য্য হইয়৷ র্তাহার উদ্দেশ্যে কোন স্মারকস্তম্ভ নিৰ্ম্মাণের ঘোরতর বিরোধী হইয়৷ দাড়াইয়াছিলেন। এই অদুরদর্শী মূর্থেরা বুঝিতে পারে নাই যে তিনি স্বহস্তেই তাহার অশ্রুতপূৰ্ব্ব বৈজ্ঞানিক আবিষ্কারের দ্বারা এমন অতুলনীয় অনিন্দ্যমুন্দর স্মারকস্তম্ভ রচিয়া গিয়াছেন যে তাহার জ্যোতিতে চিরদিনই দিকৃদিগন্ত উদ্ভাসিত হইয়া থাকিবে।