পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ। । ল্যাভোয়াসিয়ে। একজন ফরাসী রাসায়নিক বলিয়৷ গিয়াছেন—“রসাধন শাস্ত্র ফরাসীদেশীয় শাস্ত্র ; ইহার জন্মদাতা অমরকীৰ্ত্তিসম্পন্ন ল্যাভোয়াসিয়ে”। এই উক্তিটি অযথা স্বদেশহিতৈষণাগ্রেরিত বা অতিরঞ্জিত নহে। বাস্তবিকপক্ষে যদি নব্যরসায়নের জন্মদাতা বলিয়া কোন একজন মহাপুরুষকে নির্দেশ করিতে হয় তাহ হইলে নিঃসন্দেহে বলিতে পারা যায় সে ব্যক্তি ফরাসীদেশীয় প্রসিদ্ধ পণ্ডিত ল্যাভোয়াসিয়ে । তিনি প্রাচীন রসায়ন জগতে যে বিপ্লবের স্বষ্টি করিয়াছিলেন,ঘেরূপভাবে তমসাবৃত ভ্রান্তধারণার মধ্যে সত্যের বিমল আলোক আনয়ন করিয়া সমগ্র ইউরোপের বৈজ্ঞানিক সমাজকে নূতন পন্থ প্রদর্শন করিয়াছিলেন, তাহাতে র্তাহাকে নব্যরসায়নের জন্মদাতা না বলিয়া থাকা যায় না। বড়ই আক্ষেপের বিষয় এই যে, এই মহাপুরুষকে উন্মত্ত ফরাসী বিপ্লবের সময় অকালে প্রাণদণ্ডে দণ্ডিত হইয়া ঘাতকের হস্তে দেহ বিসর্জন করিতে হইয়াছিল। একজন দর্শক সেই সময় বলিয়াছিলেন, “এইরূপ একজনের মস্তক কাটিয়া ফেলিতে এক মুহূৰ্ত্তও লাগে না, কিন্তু এইরূপ : আর একটি মস্তিষ্ক এক শত বৎসরেও জন্মিবে কি না সন্দেহের বিষয় ।” a BGR GĦtxi zisizētaiffG (Antion Laurent