পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ6 - বৈজ্ঞানিক জীবনী t বৈজ্ঞানিকগণকে মাসিক বৃত্তি দিয়া একাডেমীকেই বাচায় রাখিয়াছিলেন। অবশেষে তাহার সকল চেষ্টা ব্যর্থ হইয়াছিল। র্তাহার জীবদ্দশাতেই রাজাজ্ঞায় ফরাসী একাডেমীর অস্তিত্ব লোপ পাইল । - ল্যাভোয়াসিয়ের অর্থের কোনদিন অভাব ছিল না। মাতার মৃত্যুর পর তিনি বৃহৎ সম্পত্তির অধিকারী হইয়াছিলেন। এই কারণে সকলেই আশা করিয়াছিলেন যে, তিনি অর্থাগমের অন্ত উপায় অবলম্বন না করিয়া অনন্তমনে বৈজ্ঞানিক গবেষণার নিযুক্ত থাকিবেন। কিন্তু ভবিতব্যতা তাহ ঘটতে দিল না। তিনি যখন বিজ্ঞানের মন্দিরে এক পদ স্থাপন করিলেন, তখনই অজ্ঞাতসারে ফঁাসিকাষ্ঠের প্রথম সোপানে তাহার অপর পদ স্থাপিত & I föfi iffifty-CsRiazi (Fermicr-Gcncral) =êtza I র্তাহার সময়ে ফরাসীদেশে যাহারা রাজত্ব ও বাণিজ্যশুল্ক সংগ্ৰহ করিতেন, তাহারা ঐ নামে অবিভাসিত হইতেন। র্তাহার থানিকট তালুক ইজারা করিয়া লইতেন এবং রাজসরকারের সহিত ছয় বৎসরের রাজত্ব ও বাণিজ্যগুল্ক আগাম দিবার বন্দোবস্ত করিতেন। নির্দিষ্ট রাজস্বের উপর আরও অধিক মুদ্র গোপনে রাজা ও তাহার অনুচরবর্গকে উপহার দিতে হইত। ফলে দরিদ্র . প্রজার উপর যথেষ্ট অত্যাচার উৎপীড়ন হইত। ঘুর্য, জুয়াচুরী, জুলুম ফরমিয়ের নিত্য সহচর ছিল। অত্যাচার উৎপীড়ন হইতে রাজদ্বারে অভিযোগ করিলেও দরিদ্র প্রজাবৰ্গ সুবিচার প্রাপ্ত হইত ন, উপরন্তু নির্দিষ্ট রাজস্ব দিতে সমর্থ না হইলে তাহাদিগকে বিষম শাস্তি ভোগ করিতে হইত। ফরাসী দেশের সর্বত্রই উৎপীড়িত প্ৰজাবৰ্গ এই প্রথাকে মৰ্ম্মান্তিক ঘৃণার চক্ষে দেখিত। ইহাদের