পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ল্যাভোয়াসিয়ে )אצטא মধ্যে সৎব্যক্তিও ছিলেন। ল্যাভোয়াসিয়ে জমিদারীর ভার গ্রহণ করিয়া নিজের এলাকার মধ্যে সুশৃঙ্খলা ও সুবিচারের বন্দোবস্ত ও বৈজ্ঞানিক কৃষিপ্রণালী প্রবৰ্ত্তিত করিয়াছিলেন। ভিন্নদেশ হইতে মেষাদি পশু আনয়ন করিয়া পশুর উৎকর্ষ সাধন করিয়াছিলেন। কিন্তু তিনিও উৎপীড়িত জনসাধারণের ঘৃণার দৃষ্টি হইতে অব্যাহতি পান ,নাই। শেষের দিনে তাহার অসাধারণ দেশহিতৈষিতা, অসামান্ত বৈজ্ঞানিক প্রতিভা, পবিত্র চরিত্র প্রভৃতি সকল সদগুণই লোকে ভুলিয়াছিল—সেদিন ফারমিয়ে বলিয়াই সকলে তাহাকে মনে রাখিয়াছিল। ল্যাভোয়াসিয়ের জীবন দুই প্রকার কার্য্যে অতিবাহিত হইয়াছিল —প্রথম বিজ্ঞানের সেবা, দ্বিতীয় দেশের সেবা । দেশের নানাবিধ মঙ্গলময় কার্য্যে তিনি অগ্রণী ছিলেন, রাজকীয় বিবিধ কার্য্যে তিনি রাজকীয় শক্তির সহায়তা করিতেন । বিশেষতঃ রাজসরকারে বারুদের কারখানার তিনি এক সময়ে অধ্যক্ষ ছিলেন এবং তিনি বারুদ ও তৎসংক্রান্ত অন্তান্ত দ্রব্য প্রস্তুত প্রণালীর উন্নতি করিয়াছিলেন । যদি তিনি অনন্তমনে বিজ্ঞানের সেবা করিতেন, তাহার সমগ্র শক্তি বিজ্ঞানের চর্চায় নিয়োগ করিতেন, তাহা হইলে তিনি রসায়ন শাস্ত্রের কতদূর উন্নতি করিতে পারিতেন কে বলিতে পারে! যখন তাহার চতুর্দিকে বিপদ ঘনীভূত হইয়া আসিল, তখন তিনি রাজনীতির কোলাহলমুখরিত কৰ্ম্মক্ষেত্র হইতে বিদায় গ্রহণ করিয়া বিজ্ঞানাগারের চিরশীতল গুমিল স্নিগ্ধচ্ছায়ায় সম্পূর্ণরূপে আশ্রয় গ্রহণ করিতে একান্ত আগ্রহ প্রকাশ করিয়াছিলেন। কিন্তু তাহার শত্রবর্গ র্তাহাকে অব্যাহতি দেয় নাই।