পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ বৈজ্ঞানিক জীবনী ১৭৯৪ খৃষ্টাব্দে মে মাসে তিনি এবং আরও সাতাইশ জন ফারমিয়ে জেনারাল রাজস্ব আত্মসাৎ করিবার আজুহাতে অভিযুক্ত হন। ল্যাভোয়াসিয়ে যে সকল অপরাধের জন্ত রাজদ্বারে অভিযুক্ত হইয়াছিলেন, তামাকে জল ও অন্যান্ত অস্বাস্থ্যকর পদার্থ মিশ্রিত করা তাহার অন্ততম। যে ভীষণ রাষ্টবিপ্লবের সময় । পিতা পুত্রকে ভুলিয়াছিল, বন্ধু বন্ধুর মস্তক ছেদন করিতে কিছুমাত্র কুষ্ঠিত হয় নাই, সে সময়ে তামাকে জল দেওয়াও যে একটা অপরাধ বলিয়া পরিগণিত হইবে তাহাতে লিচিত্র কি ? বিচারপতি কফিনালের নিকট এই আটাইশ জন হতভাগ্য ব্যক্তির বিচার হইতেছিল। সেই সময়ে তাহার বৈজ্ঞানিক গবেষণা ও দেশহিতকর কাৰ্য্যের জন্ত তাঙ্গার মুক্তি ভিক্ষা করিয়া বহু গণ্যমান্য লোকের স্বাক্ষরিত একথানি আবেদন পত্র বিচারপতিকে প্রদান করা হয়। র্তাহার পক্ষের উকিল তাহার পক্ষ হইতে যে আবেদনপত্র উপস্থিত করিয়াছিলেন, তাহাতে ল্যাভোয়াসিয়ে তাহার আরন্ধ একটি বৈজ্ঞানিক গবেষণা শেষ করিবার জন্ত সময় প্রার্থনা করিয়াছিলেন। কফিনাল সে সকল আবেদন পত্র ঠেলিয়া রাখিয়া বলিয়াছিলেন “ফরাসী সাধারণতন্ত্রে বৈজ্ঞানিকের প্রয়োজন নাই, দ্যায়বিচার হইলেই যথেষ্ট হইল।” তিনি দ্যায় বিচারে এই আটাইশ জন হতভাগ্য ব্যক্তিকে প্রাণদণ্ডে দণ্ডিত করিতে এতই ব্যস্ত হইয়াছিলেন যে তাড়াতাড়িতে জুরির মন্তব্য পৰ্য্যন্ত লিখিতে ভুলিয়া গিয়াছিলেন। ভবিতব্যের এমনই বিড়ম্বন যে কয়েকমাস পরে যখন এই কফিনাল আবার রাজদ্বারে অভিযুক্ত হন, তখন তাঙ্গর নিজকৃত ভ্রম অনুযায়ী জুরির মন্তব্য না লইয়াই তাহাকে প্রাণদণ্ডে দণ্ডিত হইতে