পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাভোয়াসিয়ে మ్రిని হইয়াছিল। পরদিবস প্রাতে এই আটাইশ জন ব্যক্তি বধ্যভূমিতে নীত হইলেন। ল্যাভোয়াসিয়ে তাহার শ্বশুরের মস্তক কাৰ্বত হইতে দেখিলেন। র্তাহারা সকলে এমনই স্থৈৰ্য্য ও গাম্ভীর্য্যের সহিত র্তাঙ্গদের নিজ নিজ দণ্ড গ্রহণ করিয়াছিলেন যে উপস্থিত জনসংঘ তাহা দেখিয়া বিস্ময়ে স্তব্ধ হইয়া গিয়াছিল। কোনও অপমানসূচক বাক্য অন্তিমকালে তাহাদের কর্ণে প্রবেশ লাভ করে নাই । - এইরূপে একান্নবৎসর বয়সে আধুনিক রসায়নের জন্মদাতা লাভোয়াসিয়ে ঘাতকের হস্তে প্রাণ দিয়াছিলেন। তাহার অকাল মৃত্যুতে সমগ্র ইউরোপের বিদ্বৎসমাজ লজ্জিত, ক্ষুব্ধ, দুঃখিত হইয়াছিলেন। কিছুদিন পরে রোবেস্থিয়ারের পতনের সঙ্গে সঙ্গে ফরাসীদেশের জনসাধারণ নিজেদের ভ্রম বুঝিতে পারিল। পর বৎসর লাভোয়াসিয়ের পুণ্যস্মৃতির সম্মান করিবার জন্ত রাজসরকারের পক্ষ হইতে বিপুল আয়োজন সহকারে তাহার অস্ত্যেষ্টিক্রিয়া সম্পাদিত হইয়াছিল। ল্যাভোয়াসিয়ের পত্নী তাহার মৃত্যুর পর কাউণ্ট রমফৰ্ড নামক আর একজন প্রসিদ্ধ বৈজ্ঞানিককে বিবাহ করেন। লাভোয়াসিয়ে কিরূপে নব্যরসায়ন সৃষ্টি করিতে সমর্থ হইয়াছিলেন তাহা সম্যকরূপে বুঝিতে হইলে তাহার পূৰ্ব্বে রসায়ন শাস্ত্রের কিরূপ অবস্থা ছিল তাহ পর্য্যবেক্ষণ এবং তাহার সমসাময়িক অন্ত অন্ত রাসায়নিকগণের কার্য্যাবলীর আলোচনা করা আবশ্লক । ইউরোপে গ্রীক ও আরীয়গণই বিজ্ঞানের জন্মদাতা বলিয়া সমধিক প্রসিদ্ধ। ভারতের অতীত গৌরবের যুগে হিন্দু আচাৰ্য্যগণ যে সকল বিজ্ঞানের তথা আবিষ্কার করিয়া গিয়াছেন তাহার