পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ল্যাভোয়াসিয়ে ჯy(( দ্রুত হইতে পারে নাই। ইংলণ্ডের সুপ্রসিদ্ধ বৈজ্ঞানিক রবার্ট বয়েল সৰ্ব্বপ্রথমে রসায়ন শাস্ত্রকে কৃত্রিম স্বর্ণপ্রস্তুতকারীদিগের কবল হইতে মুক্ত করিয়া উহাকে স্বতন্ত্র বিজ্ঞানরূপে প্রতিষ্ঠিত করিতে চেষ্টা করেন। র্তাহার জীবনব্যাপী চেষ্টায় রসায়ন শাস্ত্র রাসায়নিক জ্ঞানের উন্নতি কল্পে অধীত ও আলোচিত হইতে থাকে। স্বাধীন চিন্তায় উহার প্রাণপ্রতিষ্ঠা হয় এবং তাহার ফলে মৌলিক গবেষণায় উহার কলেবর দিনদিন পুষ্ট হইতে থাকে। এইরূপে প্রাচীন রসায়ন হইতে নব্যরসায়নের জন্মের সম্ভাবন স্বচিত হয় । প্রাচীন রসায়নের দ্বিতীয় ক্রটি ছিল যে উহা পরিমাণাত্মক ( quantitative) শাস্ত্র ছিল না। এই দ্রব্যের সহিত এই এষ্ট দ্রব্য সংযুক্ত হইলে অমুক দ্রব্যের উৎপত্তি হইয়া থাকে, কিন্তু উহার কত পরিমাণ অপরাপর দ্রব্যের কত অংশের সহিত সংযুক্ত হইয়া কত ওজনের দ্রব্য উৎপন্ন হইয়া থাকে তাহা নির্ণিত হইত না। রাসায়নিক প্রক্রিয়ায় তুলাদণ্ডের প্রচলন প্রাচীন রসায়নে বড় একটা ছিল না। ল্যাভোয়াসিয়ে যে এক নব্যতর রসায়ন স্বষ্টি করিতে সমর্থ হইয়াছিলেন তাহার প্রধান রহস্ত হইতেছে যে তিনি রাসায়নিক প্রক্রিয়ার পদে পদে তুলাদণ্ডের সাহায্য গ্রহণ করিয়াছিলেন। এইরূপে যাহা কেবল বস্তুগত শাস্ত্র ছিল তাহা পরিমাণাত্মক হইয়া দাড়ইল । বস্তুর বিনাশ নাই। “বস্তুর বিনাশ নাই” এই মহাসত্য ভারতের প্রাচীন দার্শনিকেরা যুক্তির দ্বারা সপ্রমাণ করিয়াছিলেন। তাহাদের &